বিটকয়েন সম্পর্কে কথা বলতে এল সালভাদরে ৪৪টি দেশ মিলিত হচ্ছে
এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেল রবিবার গভীর রাতে একটি টুইট বার্তায় ঘোষণা করেছেন যে ৩২টি কেন্দ্রীয় ব্যাংক এবং ৪৪টি বিভিন্ন দেশের ১২টি আর্থিক প্রতিষ্ঠান এল সালভাদরে মিলিত হবে।
প্রতিষ্ঠানটি ইকোনমিক অন্তর্ভুক্তি, ডিজিটাল ইকোনমি, ব্যাংকবিহীন ব্যাংকিং, এল সালভাদরের বিটকয়েন রোলআউট এবং দেশে এর সুবিধা নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছে।
ঘোষণার পর একাধিক টুইট বার্তায় প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সেন্ট্রাল ব্যাংক অফ সাও টোমে অ্যান্ড প্রিন্সিপ, সেন্ট্রাল ব্যাংক অফ প্যারাগুয়ে, ন্যাশনাল ব্যাংক অফ অ্যাঙ্গোলা, ব্যাংক অফ ঘানা, ব্যাংক অফ নামিবিয়া, ব্যাংক অফ উগান্ডা, রিপাবলিক অফ সেন্ট্রাল ব্যাংক-গিনি, সেন্ট্রাল ব্যাংক অফ মাদাগাস্কার এবং ব্যাংক অফ দ্য রিপাবলিক অফ হাইতির প্রতিনিধিরা সেখানে থাকবে।
অন্য একটি টুইটে বুকেল বলেছেন ন্যাশনাল ব্যাংক অফ রুয়ান্ডা, নেপাল রাষ্ট্র, সাকো সোসাইটিস রেগুলেটরি অথোরিটি, কেনিয়া, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, কোস্টারিকার আর্থিক সংস্থাগুলোর জেনারেল সুপারিনটেনডেন্সি, ইকুয়েডরের জনপ্রিয় ও সংহতি অর্থনীতির সুপারিনটেনডেন্স এবং এল সালভাদরের কেন্দ্রীয় ব্যাংকগুলো উপস্থিত থাকবে।
মিটিংকে কেন্দ্র করে আজকের সেশনে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেয়ে ৩০ হাজার মার্কিন ডলারের উপরে অবস্থান করছে। মিটিং শেষে কি ব্রিফ আসে সেটা দেখার বিষয়।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.