GOLD সাপ্তাহিক ফরেকাস্ট (১৬ -২০ মে, ২০২২)
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট বৃদ্ধি GOLD-এর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। শুক্রবার GOLD-এর প্রাইস কমে প্রতি আউন্স ১৮০০ ডলারের নিচে নেমে আসে।
আজ সোমবার সকালে GOLD রিকভারের চেষ্টা করছে। ২০২২ সালে সাপ্তাহিক ক্যান্ডেলে GOLD-এর সবচেয়ে বড় পতন দেখা গিয়েছিল। গত সপ্তাহে পরপর দুদিন GOLD ডাউনট্রেন্ড অব্যাহত রেখে ১,৮৫০ প্রাইসের নিচে নেমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সপ্তাহান্তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, মুদ্রাস্ফীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ধীর হতে পারে। এর ফলে নিরাপদ কারেন্সি হিসেবে মার্কিন ডলার প্রাইস বৃদ্ধি পেলে GOLD-এর ডাউনট্রেন্ড পুনরায় শক্তিশালী হতে পারে।
মঙ্গলবার চীনা কর্তৃপক্ষ ঘোষণা করে সাংহাইতে করোনাভাইরাস বিধিনিষেধ কঠোর করবে সংক্রমণের হার হ্রাস সত্ত্বেও। ইতিমধ্যে বেশ কয়েকটি এফওএমসি (FOMC) মিটিংয়ে নীতিনির্ধারকরা বেসিস পয়েন্ট ৫০ বৃদ্ধির পক্ষে সমর্থন করেছে। যা ডলারকে শক্তিশালী করতে সহায়তা করবে।
ক্লিভ্যান্ড ফেডের প্রেসিডেন্ট লরেটা মেস্টার বলেছেণ, তারা স্থায়ীভাবে ইন্টারেস্ট রেট ৭৫ পয়েন্ট বৃদ্ধির ব্যাপারে অস্বীকার করেন না। প্রয়োজনে তাও হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, তিনি মুদ্রাস্ফীতি কমাতে চীনা আমদানির উপর প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক অপসারণের কথা বিবেচনা করছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃক এ ধরনের পজিটিভ অবস্থান ডলারকে ১০৪.৯২ প্রাইসে নিয়ে গিয়েছিল। যা গত ২০ বছরের সর্বোচ্চ। এর ফলে ডলারের বিপরীতে GOLD-এর ব্যাপক দরপতন হয়।
এ সপ্তাহে যা হতে পারে
চীনে রিটেইল সেলস এপ্রিল মাসে ৬% হ্রাস পাবে এমন আশা করা হচ্ছে। লকডাউন নেতিবাচক কার্যকলাপ চীনা ইকোনমিকে প্রভাবিত করছে। মার্কিন সেন্সাস ব্যুরো অনুসারে, এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে রিটেইল সেলস ০.৬% বৃদ্ধি পেয়েছে।
চীনের বিধিনিষেধ এবং ফেডারেল রিজার্ভের পূর্বাভাস কঠোর করার কারণে চলমান রাশিয়ান-ইউক্রেনীয় দ্বন্দ আগামী সপ্তাহে ডলারের প্রাইসকে প্রভাবিত করবে। অতএব, আশা করা যায় যে অদূর ভবিস্যতে গোল্ডের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা কম।
GOLD টেকনিক্যাল অ্যানালাইসিস
ডেইলি চার্টে গোল্ডের বিয়ারিশ অবস্থান বেশ শক্তিশালী মনে হচ্ছে, ইতিমধ্যে GOLD ২০০ দিনের এসএমএ (SMA) অতিক্রমে সক্ষম হয়েছে। GOLD-এর পরবর্তী সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১৮০০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে GOLD ১৭৮৫, ১৭৫০ সাপোর্ট হতে পারে। অপরদিকে রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ১৮৩০-৫০ রেজিস্ট্যান্স।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.