মার্কেট আপডেট 47 Report post Posted December 4, 2020 মার্কিন ডলারের দুর্বলতাকে কেন্দ্র করে গোল্ড গত কয়েকদিন ভাল অবস্থানে রয়েছে। এর ফলে আজকের সেশনে গোল্ডের প্রতি আউন্স ১৮৪২ ডলারের কাছাকাছি অবস্থান করছে। মার্কিন ডলার ২০১৮ সালের এপ্রিলের নিন্ম প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। আজকের সেশনে মার্কিন জব রিপোর্টকে কেন্দ্র করে মার্কিন ডলারের প্রাইস আরও কমার সম্ভাবনা তৈরি হয়েছে। অক্টোবরে মার্কিন ইকোনমিতে ৬ লক্ষ ৩৮ হাজার জব যোগ হয়েছিল। প্রত্যাশা করা হচ্ছে, নভেম্বরে কিছুটা কমে ৪ লক্ষ ৬৯ হাজারে আসতে পারে। এর ফলে মার্কিন ডলারের প্রাইস কমার সুযোগ রয়েছে। তবে প্রত্যাশার থেকে খারাপ আসলে ডলারের বড় ধরণের পতন দেখা যেতে পারে। এ সুযোগে গোল্ডের প্রাইস বৃদ্ধির সুযোগ রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, গোল্ড ( XAU/USD) খুব তাড়াতাড়ি ১৮৫০ ডলারে আসতে পারে। গোল্ডের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে অক্টোবরের নিন্ম প্রাইস ১৮৬০। অপরদিকে চার ঘন্টার চার্ট এবং বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর অনুযায়ী পেয়ারটির বর্তমান সাপোর্ট হতেত পারে ১৮৩৯ এবং ১৮৩৫ মার্কিন ডলার। সবচেয়ে কম স্প্রেডে GOLD ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে। Quote Share this post Link to post Share on other sites