মার্কেট আপডেট 47 Report post Posted July 29, 2020 আজকের সেশনে EURGBP পেয়ারটির বিয়ারিশ অবস্থান কিছুটা সংকীর্ণ হচ্ছে। পেয়ারটি বর্তমানে ০.৯০৮০ প্রাইসের কাছাকাছি ট্রেডিং করছে।গতকাল পেয়ারটি বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে। যা আজকের সেশনে ট্রেন্ডটি বিপরীতমূখী যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। মারুবুজু ক্যান্ডেল ট্রেডারদের বাই সিগন্যালের নির্দেশ দিচ্ছে।এর ফলে বায়ারদের পরবর্তী টার্গেট হয়েছে গত সাতদিনের সর্বোচ্চ প্রাইস ০.৯১৪৭।তবে পেয়ারটি ০.৯১৪৭ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে ৫০ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ(এসএমএ)অনুযায়ী পেয়ারটির বর্তমান সাপোর্ট লেভেল ০.৯০০৬। সুতরাং পেয়ারটির ক্ষেত্রে বুলিশ টার্ন শক্তিশালী হচ্ছে এবং পেয়ারটি ০.৯১৪৭ প্রাইস অতিক্রান্ত হলে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে নিশ্চিত হওয়া যাবে। ডেইলি চার্ট Quote Share this post Link to post Share on other sites