Jump to content
Sign in to follow this  
মার্কেট আপডেট

চলতি সপ্তাহে AUDUSD ফরেক্স মার্কেট আপডেট( ০২ থেকে ০৬ মার্চ)

Recommended Posts

গত সপ্তাহে AUDUSD পেয়ারটির প্রাইস কমেছিল এবং ২০১৯ সালের মার্চ মাসে এ ধরণের প্রাইস দেখা গিয়েছিল। এ সপ্তাহে পেয়ারটিকে প্রভাবিত করার মতো ১২ টি ইভেন্ট রয়েছে। এখানে এ সপ্তাহের মার্কেট আউটলুক এবং AUDUSD টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হলো।

গত সপ্তাহে অস্টেলিয়ান এবং চীনা ডাটাগুলো নমনীয় ছিল, যা অস্টেলিয়ান ডলারের প্রাইস কমাতে সহায়তা করেছিল। কন্সট্রাকশন সেক্টর গত ছয়বার ক্রমাগত খারাপ করেছে। ভোক্তাদের ব্যয় শতকরা ২.৮% কমেছে। যেখানে প্রত্যাশা করা হয়েছিল ০.৫% বাড়বে। চীনা মেনুফেকচারিং পিএমআই ৫০.০  থেকে কমে ৩৫.৭ পয়েন্ট এসেছে।  সার্ভিস সেক্টর ৫৪.১ থেকে কমে ২৯.৬ পয়েন্ট এসেছে।

গত সপ্তাহের রিপোর্টে যুক্তরাষ্ট্রের টেকসই পণ্যের অর্ডার (Durable Goods Orders) মিশ্র অবস্থানে ছিল। টেকসই পণ্যের অর্ডার শতকরা ০.২% কমেছে। যেখানে প্রত্যাশা করা হয়েছিল ২.৪% বাড়বে। তবে কোর টেকসই পণ্যের অর্ডার (Core Durable Goods Orders) ০.৯% বেড়েছে। যা গত সাত মাসের মধ্যে সবথেকে  ভাল এসেছে।  জিডিপি প্রত্যাশিত ২.১% এসেছে।

AUDUSD প্রতিদিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনগুলো দেওয়া হলো

AUD_USD-Forecast-Mar.2-6_2020-2.png.643c4c8c7508b8d0d05bf38507297a8e.png

১.AIG Manufacturing Index

রবিবার,রাত০২:০০। মেনুফেকচারিং সেক্টর গত তিনবার ৫০ পয়েন্টের নিচে অবস্থান করছে। আপকামিং রিলিজে আপট্রেন্ড দেখতে পারবো কিনা সেটা দেখার বিষয়।

২.MI Inflation Gauge

সোমবার,ভোর ০৫:০০। গত দুই মাসে সেক্টরটি শতকরা ০.৩% বেড়েছে। বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসের রিপোর্টের অপেক্ষা করছি।

৩.Company Operating Profits

সোমবার,ভোর ০৫:৩০। তৃতীয় প্রান্তীকে সেক্টরটি প্রত্যাশিত ১.০% অতিক্রম করে ০.৮% কমেছে। এ ধরণের রিপোর্ট ২০১৭ সালে দেখা গিয়েছিল। চতুর্থ প্রান্তীকে আরেকটি ডাউনট্রেন্ডে লক্ষ্য করা যেতে পারে এবং  প্রত্যাশা করা হচ্চে, -১.২% আসতে পারে।

৪.Chinese Caixin Manufacturing PMI

সোমবার,ভোর ০৭:১৫। গতবারের রিপোর্টে চীনা মেনুফেকচারিং পিএমাআই কমে ৩৭.৫ পয়েন্ট এসেছে। প্রত্যাশা করা হচ্ছে, এবারের রিপোর্টে ৪৬.১ পয়েন্ট আসতে পারে।

৫.Building Approvals

মঙ্গলবার,ভোর ০৫:৩০। ডিসেম্বরে অস্টেলিয়ায় বিল্ডিং অনুমোধন শতকরা -০.২% কমেছে। প্রত্যাশা করা হচ্চে জানুয়ারিতে ১.১% কমতে পারে।

৬.Current Account

মঙ্গলবার,ভোর ০৫:৩০। তৃতীয় প্রান্তীকে কানাডায় ব্যারেন্স উদ্বৃত্তি ৭.৯ বিলিয়ন থেকে কমে ৫.৯ বিলিয়ন এসেছে। প্রত্যাশা করা হচ্ছে, চতুর্থ প্রান্তীকে ২.৩ বিলিয়ন উদ্বৃত্তি থাকতে পারে।

৭.RBA Rate Decision

মঙ্গলবার, সকাল ০৯:০০। করোনাভাইরাসের ফলে চীনের ইকোনমির পাশাপাশি  অস্টেলিয়ার ইকোনমিতে কিছুটা ভাটা পরেছে। যার ফলে অস্টেলিয়ান কারেন্সি দুর্বল অবস্থানে রয়েছে। অ্যানালাইসিস্টগণ প্রত্যাশা করছেন, ব্যাংক ইন্টারেস্ট রেট শতকরা ০.৭৫% এ অপরিবর্তনীয় রাখতে পারে। অস্টেলিয়ান কারেন্সির প্রাইস কমাতে ব্যাংকের এ অবস্থান কাজ করতে পারে।

৮.AIG Construction Index

মঙ্গলবার,রাত ০২:৩০। জানুয়ারিতে সেক্টরটি থেকে ৪১.৩ পয়েন্ট এসেছিল। বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসের ডাটার অপেক্ষা করছি।

৯.GDP

বুধবার,ভোর ০৫:৩০। তৃতীয় প্রান্তীকে অস্টেলিয়ার জিডিপি ০.৫% থেকে কমে ০.৪%  এসেছে। প্রত্যাশা করা হচ্ছে, চতুর্থ প্রান্তীকে ০.৪% আসতে পারে।

১০.Trade Balance

বৃহস্পতিবার,ভোর ০৫:৩০। ডিসেম্বরে অস্টেলিয়ার বানিজ্য উদ্বৃত্তি ৫.৮০ বিলিয়ন থেকে কমে ৫.২২ বিলিয়ন এসেছে। প্রত্যাশা করা হচ্ছে, সেক্টরটির ডাউনট্রেন্ড অব্যাহত থাকবে এবং ৪.৮০ বিলিয়ন আসতে পারে।

১১.AIG Services Index

বৃহস্পতিবার,রাত ০২:৩০। জানুয়ারিতে অস্টেলিয়ার সার্ভিস সেক্টর থেকে ৪৭.৪ পয়েন্ট এসেছে। জুলাই মাসের পরবর্তীতে এটা সবথেকে খারাপ রিপোর্ট। ফেব্রুয়ারিতে রিবাউন্ড দেখতে পারবো কিনা সেটা দেখার বিষয়।

১২.Retail Sales

শুক্রবার,ভোর ০৫:৩০। ডিসেম্বরে সেক্টরটিতে শতকরা ০.৫% কমেছে। পাঁচ মাসের মতো সেক্টরটি ডাউনট্রেন্ডে রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, জানুয়ারিতে সেক্টরটি ০.০% অপরিবর্তনীয় থাকতে পারে।

AUDUSD টেকনিক্যাল অ্যানালাইসিস

গত সপ্তাহে ০.৬৮৬৫ গুরত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল।পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল ছিল ০.৬৭৪৪। পেয়ারটির বর্তমান রেজিস্ট্যান্স লেভেল ০.৬৫৬০।

পেয়ারটির বর্তমান সাপোর্ট লেভেল ০.৬৫৬০। পরবর্তী সাপোর্ট লেভেল হতে পারে ০.৬৪৬৫।

২০০৯ সালে ০.৬৩৮০ গুরত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল ছিল। পেয়ারটির বর্তমান সাপোর্ট লেভেল ০.৬২৪০।

শেষ কথা

ফরেক্স বিশেষজ্ঞদের মতে, এ সপ্তাহে AUDUSD পেয়ারটির প্রাইস কমার সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাস বিশ্ব ইকোনমিতে প্রভাব ফেলছে। বিশেষ করে চীন এবং অস্টেলিয়ার ইকোনমিতে। প্রত্যাশা করা হচ্ছে, এর প্রভাব আরও স্থায়ী হতে পারে। এর ফলে অস্টেলিয়ান ডলারের প্রাইস কমতে পারে।

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Loading...
Sign in to follow this  

×
×
  • Create New...