Jump to content
Sign in to follow this  
মার্কেট আপডেট

চলতি সপ্তাহের EURUSD ফরেক্স মার্কেট আপডেট (০৩ থেকে ০৭ ফেব্রুয়ারি)

Recommended Posts

ইউরো/ডলার পেয়ারটি কয়েক সপ্তাহ ডাউনট্রেন্ডে থাকলেও গত সপ্তাহে পেয়ারটির প্রাইস বেড়ে ছিল। এ সপ্তাহে পেয়ারটিকে প্রভাবিত করার মতো নয়টি ইভেন্ট রয়েছে। এখানে এ সপ্তাহের মার্কেট আউটলুক এবং EURUSD টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হলো।

গত সপ্তাহে জার্মান বিজনেস কনফিডেন্স অপ্রত্যাশিত খারাপ এসেছিল।  যা ইউরোজোন ইকোনমির জন্য একটি খারাপ আভাস। ডিসেম্বরে জার্মান বিজনেস ক্লাইমেন্ট ৯৬.৩ পয়েন্ট আসলেও জানুয়ারিতে কমে ৯৫.৩ পয়েন্ট এসেছে। তবে অ্যানালাইসিস্টগণ ধারণা করেছিল ৯৭.১ পয়েন্ট আসবে।  জার্মান মুদ্রাস্ফীতি ০.৬% এসেছে। রিপোর্টটি প্রত্যাশিত লেভেল অনুযায়ী এসেছে। জানুয়ারি মাসে ইউরোজোন মুদ্রাস্ফীতি প্রত্যাশা অনুযায়ী ১.৪% এসেছে।  রিপোর্টটি ডিসেম্বর  মাসের ১.৩% এর বেশ উপরে এসেছে।

গত সপ্তাহের যুক্তরাষ্ট্রের ইকোনমির দিকে তাকালে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের টেকসই পণ্যের অর্ডার ( Durable Goods Orders) শতকরা ২.৪% বেড়েছে। রিপোর্টটি ৯ মাসের মধ্যে সবথেকে শক্তিশালী ছিল। কোর টেকসই পণ্যের অর্ডার শতকরা  ০.১% কমেছে। যেখানে প্রত্যাশা করা হয়েছিল ০.৪% কমবে। সুতরাং রিপোর্টটি যুক্তরাষ্ট্রের ইকোনমির জন্য ভাল ছিল। এছাড়াও গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের রেট ডিসিশন ছিল এবং ব্যাংক ইন্টারেস্ট রেট শতকরা ১.৭৫% নির্ধারণ করে ছিল। চতুর্থ প্রান্তীকে যুক্তরাষ্ট্রের  জিডিপি প্রত্যাশিত লেভেল অনুযায়ী ২.১% এসেছে।রিপোর্টটি তৃতীয় প্রান্তীকের মতো অপরিবর্তনীয় রয়েছে।

EURUSD প্রতিদিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনগুলো দেওয়া হলো

EUR_USD-Forecast-Feb.3-7_2019.thumb.png.935ecde3cac06c67f7c2a8f442d7eba2.png

১.Manufacturing PMIs

সোমবার, স্পেন দুপুর ০২:১৫, ইতালি ০২:৪৫, ফ্রান্স ০২:৫০, জার্মান ০২:৫৫ এবং ইউরোজোন ০৩:০০।  স্পেন মেনুফেকচারিং সেক্টর গত ছয় মাসের মতো খারাপ করছে। প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরেও সেক্টরটি ডাউনট্রেন্ড অব্যাহত রাখতে পারে এবং ৪৬.৮ পয়েন্ট আসতে পারে। ইতালি মেনুফেকচারিং সেক্টর এক বছরের মতো খারাপ করছে। প্রত্যাশা করা হচ্ছে, এবার ৪৬.৯ পয়েন্ট আসতে পারে।  জার্মান এবং ইউরোজোন মেনুফেকচারিং পিএমআই যথাক্রমে ৪৫.৩ এবং ৪৭.৮ পয়েন্ট আসতে পারে।  তবে ফ্রান্স মেনুফেকচারিং পিএমআই ৫১.০ পয়েন্ট আসতে পারে।

২.Spanish Unemployment Change

মঙ্গলবার,দুপুর ০২:০০।  ডিসেম্বরে ৩৪ হাজার ৬০০ এসেছে। প্রত্যাশা করা হচ্ছে, জানুয়ারিতে ৪৪.২ পয়েন্ট আসতে পারে।

৩.Services PMIs

বুধবার,স্পেন দুপুর ০২:১৫,ইতালি ০২:৪৫,ফ্রান্স ০২:৫০, জার্মান ০২:৫৫, ইউরোজোন ০৩:০০। সার্ভিস সেক্টর মেনুফেকচারিং সেক্টরের তুলনায় ক্রমাগত ভাল করছে।  ইউরোজোন সার্ভিস সেক্টর গত কয়েকবার ধরে ৫০ পয়েন্টের উপরে অবস্থান করছে।  জার্মান এবং ইউরোজোন সার্ভিস সেক্টর থেকে যথাক্রমে ৫৪.২ এবং ৫২.২ পয়েন্ট এসেছে।  প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরেও সেক্টরটি ভাল অবস্থানে থাকতে পারে।

৪.Retail Sales

বুধবার,বিকাল ০৪:০০।  ইউরোজোন রিটেইল সেলস নভেম্বরে রিবাউন্ড করে ১.০% এসেছে। এটা গত পাঁচ মাসের সর্বোচ্চ স্কোর ছিল। প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরে সেক্টরটি ০.৫% কমতে পারে।

৫.German Factory Orders

বৃহস্পতিবার,দুপুর ০১:০০। জার্মান ফ্যাক্টরি অর্ডার গত পাঁচ মাসের মধ্যে চারমাস খারাপ অবস্থানে রয়েছে।  প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরে সেক্টরটি ভাল করতে পারে এবং ০.৬% আসতে পারে।

৬.German Industrial Production

শুক্রবার,দুপুর ০১:০০।  দু্’বার সেক্টরটি ধারাবাহিকভাবে খারাপ করার নভেম্বরে ১.১% বেড়েছে।  প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরে সেক্টরটি খারাপ করে -০.২% আসতে পারে।

৭.German Trade Balance

শুক্রবার,দুপুর ০১:০০। নভেম্বরে জার্মান ট্রেড ব্যালেন্স ২০.৬ বিলিয়ন থেকে কমে ১৮.৩ বিলিয়ন এসেছে। প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরেও সেক্টরটি ডাউনট্রেন্ড অব্যাহত রাখবে এবং ১৬.৪ বিলিয়নে আসতে পারে।

৮.French Industrial Production

শুক্রবার,দুপুর ০১:৪৫।  ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম ইকোনমিক দেশ ফ্রান্সে নভেম্বরে ইন্ডাস্ট্রীয়াল প্রডাকশন ০.৩% বেড়ে ছিল। সেক্টরটি তিনবারের মতো আপট্রেন্ড অব্যাহত রেখেছে। প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরে ০.৩% আসতে পারে।

EURUSD টেকনিক্যাল অ্যানালাইসিস

টেকনিক্যাল লাইনগুলো উপর থেকে নিচে দেওয়া হলো

জুনে ১.১৩৯০ গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল। জুলাইতে পেয়ারটি ১.১২৯০ রেজিস্ট্যান্স লেভেলে টেস্ট করে ছিল। পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল ১.১২১৫।

গত সপ্তাহে পেয়ারটি ১.১১১৯ প্রাইস থেকে কমতে শুরু করেছে। 

পেয়ারটির বর্তমান সাপোর্ট লেভেল ১.১০২৫। পরবর্তী সাপোর্ট লেভেল ১.০৯২৫।

২০১৭ সালের এপ্রিলে ১.০৮২৯ গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল।

পেয়ারটির সর্বশেষ সাপোর্ট লেভেল ১.০৬৯০।

শেষ কথা

বিশেষজ্ঞদের মতে, এ সপ্তাহে EURUSD পেয়ারটির প্রাইস কমতে পারে।

ইউরোজোনের তুলনায় যুক্তরাষ্ট্রের ইকোনমি ভাল অবস্থানে রয়েছে। অ্যানালাইসিস্টগণ ইকোনমিক দিকগুলো পর্যালোচনা করে বলছেন, এ সপ্তাহে পেয়ারটির প্রাইস কমতে পারে।

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

লগিন

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

বিডিপিপস কি এবং কেন?

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।

×