Jump to content
Sign in to follow this  
মার্কেট আপডেট

চলতি সপ্তাহের AUDUSD ফরেক্স মার্কেট আপডেট(১৪ থেকে ১৮ অক্টোবর)

Recommended Posts

গত সপ্তাহে AUDUSD পেয়ারটির প্রাইস বেড়েছিল। এ সপ্তাহে পেয়ারটিকে প্রভাবিত করার মতো, পাচঁটি ইভেন্ট রয়েছে। এর মধ্যে রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়ার মিটিং মিনিটস এবং ইমপ্লোইমেন্ট ডাটা অন্যতম। এখানে এ সপ্তাহের মার্কেট আউটলুক এবংAUDUSD টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হলো।

গত সপ্তাহে অস্টেলিয়ার NAB বিজনেস সেক্টর বেশ খারাপ অবস্থানে ছিল। এটা গত পাচঁ মাসের সবথেকে খারাপ রিপোর্ট ছিল। গত সপ্তাহে অস্টেলিয়ার ওয়েস্টপ্যাক কনজিউমার সেন্টিমেন্ট তেমন ভাল অবস্থানে ছিল না। গত সপ্তাহে এ সেক্টরে শতকরা ৫.৫% কমেছে। এটা গত চার মাসে তৃতীয় বারের মতো খারাপ করেছে।

গত সপ্তাহে সেপ্টেম্বর মাসের ফেডারেল রিজার্ভ মিটিং ছিল,এ মিটিংয়ে ফেড ইন্টারেস্ট রেট শতকরা ০.২৫% কমিয়েছিল। বৈশ্বিক ইকোনমি খারাপ থাকার কারণেই মূলত ফেড ইন্টারেস্ট রেট কমিয়েছিল। এর ফলে গত সপ্তাহে ডলারের প্রাইস কয়েক সপ্তাহের নিচে এসেছিল।। এছাড়াও গত সপ্তাহে ডলারের প্রাইস কমার পিছনে যুক্তরাষ্ট্র এবং চীনের বানিজ্য আলোচনা ও মুদ্রাস্ফীতি রিপোর্ট কাজ করেছিল। CME গ্রুপের মতে, অক্টোবরে ফেড ইন্টারেস্ট রেট পুনরায় কমাতে পারে। তবে এটা সম্পর্কে এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ডাটা সেপ্টেম্বরে বেশ হতাশাজনক এসেছিল।  সেপ্টম্বরে এ সেক্টর প্রত্যাশিত লেভেলের বেশ নিচে এসেছিল। সেপ্টেম্বরের CPI গতবারের রিপোর্ট অনুযায়ী, অপরিবর্তনীয় ছিল। তবে Core CPI শতকরা ০.১% এসেছিল।  যুক্তরাষ্ট্রের ইকোনমির ক্ষেত্রে এটা ভাল অবস্থান নয়। এটা ফেডারেল রিজার্ভের নির্ধারিত টার্গেট শতকরা ২.০% এর অনেক কম এসেছে।

aud-with-flag-1.jpg.046ed1366af41c0fb5a56a3524f96438.jpg

১.RBA Monetary Policy Meeting Minutes

মঙ্গলবার, ভোর ০৫:৩০।  রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়া জুন মাসের পর থেকে তৃতীয় বারের মতো ইন্টারেস্ট রেট কমিয়েছে। এ বারের মটিংয়ে ব্যাংক ইন্টারেস্ট রেট কমানোর বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এ আলোচনা থেকে কোন ধরণের ডভিশ মন্তব্য আসলে অস্টেলিয়ান ডলারের প্রাইস পুনরায় কমতে পারে। সুতরাং অস্টেলিয়ান ডলারের জন্য এটা গুরুত্বপূর্ণ ইভেন্ট।

২.MI Leading Index

মঙ্গলবার, ভোর ০৪:৩০। এপ্রিলের পর থেকে প্রথম বারের মতো,অক্টোবরে মেল বোর্ন লেডিং ইনডেক্স ভাল এসেছে। তবে সেপ্টম্বরের রিপোর্টে এ ধরণের আরেকটি রিবাউন্ড দেখা যাবে কিনা সেটা দেখার বিষয়।

৩.Chinese New Loans

মঙ্গলবার।  আগস্ট মাসে চীন নতুন ব্যাংক গুলোকে ১২১০ বিলিয়ন ইউয়ান লোন দিয়েছিল। প্রত্যাশা করা হচ্ছে, সেপ্টেম্বরে গত বারের থেকে আরও বাড়তে পারে এবং আনুমানিক ১৩৫০ বিলিয়ন ইউয়ান হতে পারে।

৪.Employment Data

বৃহস্পতিবার, ভোর ০৫:৩০।  গত দুই মাস অস্টেলিয়ার লেবার মার্কেট বেশ ভাল অবস্থানে ছিল। গত দুই মাসের অস্টেলিয়ায় ৭৫ হাজার জব তৈরি হয়েছিল। প্রত্যাশা করা হচ্ছে, অস্টেলিয়ার ইকোনমিতে সেপ্টেম্বরে আরও ১৫ হাজার ৩ শত জব যোগ হতে পারে।  গত বারের রিপোর্টে অস্টেলিয়ায় বেকারত্বের হার ছিল শতকরা ৫.৩%।

৫.Chinese GDP

শুক্রবার,সকাল ০৮:০০। চীনা ইকোনমি ক্রমাগত খারাপ করছে এবং তৃতীয় প্রান্তীকে জিডিপি শতকরা ৬.২% এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, ডাউনট্রেন্ড অব্যাহত থাকবে। এবার চীরা জিডিপি শতকরা ৬.১% আসতে পারে।

AUDUSD টেকনিক্যাল অ্যানালাইসিস

টেকনিক্যাল লাইনগুলো উপর থেকে নিচে দেওয়া হলো:

আমরা ০.৭১৬৫ রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু করছি।  এপ্রিলের শুরুর দিকে এটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল।

সেপ্টেম্বরে পেয়ারটির সর্বনিন্ম প্রাইস ছিল ০.৭০৮৫ এবং পরবর্তী প্রাইস ছিল ০.৭০২২।

এপ্রিলে ০.৬৯৮৮ সর্বনিন্ম প্রাইস ছিল।

সেপ্টেম্বরের মাঝামাঝিতে ০.৬৮৬৫ গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করেছিল।

গত সপ্তাহে ০.৬৮২৫ আরেকটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল।

পরবর্তীতে ০.৬৭৪৪  গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল ছিল।

২০০০ সালের জানুয়ারিতে ০.৬৬৮৬ গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেল ছিল।

২০০৯ সালের মার্চ মাসে ০.৬৬২৭ আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল।পরবর্তী সাপোর্ট লেভেল ছিল ০.৬৫৩২।

বর্তমান এবং সর্বশেষ সাপোর্ট লেভেল ০.৬৪৫৬।

AUDUSD প্রতিদিনের সাপোর্ট এবং রিজিস্ট্যান্স লাইনগুলো দেওয়া হলো

AUD_USD-Forecast-Oct.14-18.._2019-1.thumb.png.e509e4ac5200864f45370d148cfb927a.png

শেষ কথা

বিশেষজ্ঞদের মতে, এ সপ্তাহে AUDUSD পেয়ারটির প্রাইস কমতে পারে।

রিজার্ভ ব্যাংক অব অস্টেলিয়া ইকোনমিকে সচল করার জন্য যদিও গত সপ্তাহে ইন্টারেস্ট কমিয়ে ছিল। তবে ইকোনমি এখনও তেমন সচল হয়নি। বৈশ্বিক ইকোনমিতে স্থিতিশীলতা বিরাজ করার কারণে অস্টেলিয়ার মেনুফেকচারিং এবং রপ্তানি সেক্টর খারাপ করছে। এর প্রভাব অস্টেলিয়ান ডলারের উপর পড়তে পারে।

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

লগিন

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

বিডিপিপস কি এবং কেন?

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।

×