Jump to content
Sign in to follow this  
ফরেক্স প্রতিদিন

চলতি সপ্তাহের USD/CAD ফরেক্স মার্কেট আপডেট (২৬ থেকে ৩০ আগস্ট)

Recommended Posts

গত সপ্তাহে USD/CAD পেয়ারটির মুভমেন্ট কিছুটা বেড়েছিল এবং পেয়ারটি ১.৩৩ প্রাইসে এসেছিল। এ সপ্তাহে পেয়ারটির জন্য মাসিক জিডিপি রিপোর্ট সহ মোট তিনটি ইভেন্ট রয়েছে। এখানে এ সপ্তাহের মার্কেট আউটলুক এবং USD/CAD টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হলো।

বলতে গেলে গত সপ্তাহটি পেয়ারটির জন্য একটি ব্যস্ততম সপ্তাহ ছিল। গত সপ্তাহে মে মাসের মেনুফেকচারিং সেলস রিপোর্ট বের হয় এবং এ সেক্টর থেকে শতকরা ১.২% এসেছে। এটা গত দুই মাসের মধ্যে প্রথমবারের মত খারাপ রিপোর্ট।  অন্যদিকে তাকালে দেখা যাচ্ছে, জুলাই মাসে CPI শতকরা ০.৫% রিবাউন্ড করেছিল। খুব সহজেই এটা প্রত্যাশিত লেভেল ০.১% অতিক্রম করেছিল।  Core CPI শতকরা ০.৩% বেড়েছিল। গত সপ্তাহে রিটেইল সেলস রিপোর্ট মার্কেটে বেশ প্রভাব ফেলেছিল। রিটেইল সেলস শতকরা ০.৯% বেড়েছিল। এটা প্রত্যাশিত লেভেল -০.১% খুব সহজেই অতিক্রম করেছিল।  Core Retail Sales আগের অবস্থানে রয়েছে,তবে এটা প্রত্যাশিত লেভেল -০.৩% উপরে এসেছিল।

economic-update-59fc713e6a2af.jpg.a39ef4832e7b213578bb8240ad3f4405.jpg

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইকোনমিতে কিছুটা মন্দাভাব পরিলক্ষিত হয়েছিল। যেটা যুক্তরাষ্ট্রের ইকোনমিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্থ করতে পারে। যার ফলে প্রত্যাশা করা হচ্ছে, তৃতীয় কোয়াটারে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ১.৫% আসতে পারে।  আগস্টের এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেনুফেকাচারিং পিএমআই নিয়ে কিছুটা উদ্ধিগ্নতা পরিলক্ষিত হতে পারে। যুক্তরাষ্ট্রের মেনুফেকচারিং পিএমআই খারাপ আসলে, এটা ২০০৯ সালের সেপ্টেম্বরের পর থেকে প্রথমবারের মত খারাপ অবস্থান হতে পারে। যদিও গতবার মেনুফেকচারিং পয়েন্ট ৫০ ছিল, তবে বর্তমানে প্রত্যাশা করা হচ্ছে, ৪৯.৯ পয়েন্ট আসতে পারে। এদিকে ধারণা করা হচ্ছে, সার্ভিস পিএমআই ৫২.২ থেকে ৫০.৯ পয়েন্ট আসতে পারে।

জুলাই মাসের ফেড মিটিংয়ের বিস্তারিত গত সপ্তাহে রিলিজ করা হয়, ফেড তাদের বেসিক পয়েন্ট থেকে ২৫ পয়েন্ট কমিয়ে ছিল। গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মত ফেড ইন্টারেস্ট রেট কমিয়েছে। তবে রেট কমানোর পিছনে এফওএমসি সদস্যরা মুদ্রস্ফীতি এবং বিজনেস ইনভেস্টকে গুরুত্ব দিয়েছিল। যদিও দুইজন সদস্য ইন্টারেস্ট রেট কমনোর বিপক্ষে ছিল। যুক্তরাষ্ট্রের ইকোনমিক এই পদক্ষেপগুলো বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলতে পারে।  

USD/CAD প্রতিদিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনগুলো দেওয়া হলো

USD_CAD-Forecast-Aug19-23.._2019.thumb.png.05424327bcdfd17684a9ea0756b72d34.png

১.Current Account

বৃহস্পতিবার,সন্ধ্যা ০৬:৩০। কানাডার প্রথম কোয়াটারে ১৭.৩ বিলিয়ন মার্কিন ডলার ঘাটতি ছিল। এটা গত চতুর্থ কোয়াটারের থেকে বেড়েছে। তারপরও এটা প্রত্যাশিত লেভেল ১৮.১ বিলিয়নের থেকে নিচে রয়েছে। এটা একটা ভাল দিক। ২য় প্রান্তীকের রিপোর্টে আমরা কি দেখতে পাবো সেটা দেখার বিষয়।

২.GDP

শুক্রবার,সন্ধ্যা ০৬:৩০। মে মাসে কানাডার ইকোনমিতে স্থবির অবস্থা পরিলক্ষিত হয়েছিল এবং ০.২% এসেছিল। কানাডার ইকোনমিতে এ ধরণের অবস্থা চলতে থাকলে, ব্যাংক অব কানাডা ইন্টারেস্ট রেট কমাতে পারে। ধারণা করা হচ্ছে, জুন মাসে ০.১% জিডিপি আসতে পারে।

৩.RMPI

শুক্রবার, সন্ধ্যা ০৬:৩০। The Raw Materials Price Index মুদ্রাস্ফীতি দুর্বল থাকার কারণে গত দুই মাস এ সেক্টরটি খারাপ অবস্থানে রয়েছে। জুন মাসে এ সেক্টরে -৫.৯% এসেছিল।  প্রত্যাশা করা হচ্ছে, জুলাই মাসে গতবারের তুলনায় কিছুটা ভাল আসতে পারে এবং এটা আনুমানিক ১.৬% আসতে পারে।

USD/CAD টেকনিক্যাল অ্যানালাইসিস

টেকনিক্যাল লাইনগুলো উপর থেকে নিচে দেওয়া হলো:

আমরা ১.৩৬৬৫ রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু করছি, এটা ২০১৮ সালের সর্বোচ্চ প্রাইস ছিল। পরবর্তী প্রাইস ছিল ১.৩৫৬৫।

জুন মাসের প্রথম সপ্তাহে ১.৩৪৪৫ একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল। পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল ছিল ১.৩৩৮৫।

জুন মাসের মাঝামাজিতে পেয়ারটি ধীরগতিতে ১.৩৩৫০ প্রাইসে এসে পৌঁছেছিল।

এ সপ্তাহে পেয়ারটি ১.৩২৬৫ প্রাইসে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে পেয়ারটির ট্রেডিং একটি দুর্বল সাপোর্ট লেভেল থেকে শুরু হতে পারে।

পরবর্তী সাপোর্ট লেভেল হতে পারে ১.৩১৭৫।

আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ গত সপ্তাহে পেয়ারটি জন্য ১.৩১২৫ একটি সাপোর্ট লেভেল ছিল। পরবর্তী ১.৩০৪৮ সাপোর্ট লেভেলকে অনুসরণ করা হয়।

বর্তমান এবং সর্বশেষ সাপোর্ট লেভেল ১.২৯১৬ হতে পারে।  

শেষ কথা

ফরেক্স বিশেষজ্ঞদের মতে, এ সপ্তাহে USD/CAD পেয়ারটির প্রাইস কমতে পারে।

মার্কিন ডলারের বিরুদ্ধে কানাডিয়ান ডলারের প্রাইস বাড়বে বলে আমরা ধারাণা করছি। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বানিজ্য উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহে ইভেন্টটি পেয়ারটির ক্ষেত্রে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। সুতরাং এ সপ্তাহে মার্কিন ডলারের প্রাইস কমার সম্ভাবনা রয়েছে।

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

লগিন

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

বিডিপিপস কি এবং কেন?

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।

×