Jump to content
Sign in to follow this  
ফরেক্স প্রতিদিন

চলতি সপ্তাহের EUR/USD ফরেক্স মার্কেট আপডেট (১৯ থেকে ২৩ আগস্ট)

Recommended Posts

গত সপ্তাহে EUR/USD প্রাইস কমেছিল। এ সপ্তাহের মূল ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ইউরোজোনের মেনুফেকচারিং পিএমআই (Manufacturing PMIs) এবং সার্ভিস পিএমআই (Services PMIs)। এছাড়াও ইসিবি (ECB) ইভেন্ট মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে। এখানে এ সপ্তাহের মার্কেট আউটলুক এবং EUR/USD টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হলো।

আগস্ট মাসে জার্মান ZEW ইকোনমিক সেন্টিমেন্ট বেশ খারাপ এসেছে, আগস্টে এ সেক্টর থেকে -৪৪.১ পয়েন্ট এসেছে। ধারাণা করা হয়েছিল -২৭.৮ পয়েন্ট আসবে। সুতরাং এ সেক্টর প্রত্যাশার থেকে বেশি খারাপ এসেছে। এদিকে জার্মান জিডিপি (GDP) রিপোর্টও তেমন ভাল আসেনি। ২য় প্রান্তীকে জার্মান জিডিপি (GDP) শতকরা ০.১% বেড়েছে। গত তিন কোয়াটারের মধ্যে প্রথম বারের মত জিডিপি এত খারাপ এসেছে। ২য় প্রান্তীকে ইউরোজোন ইকোনমিতে স্থবির অবস্থা পরিলক্ষিত হয়, এ প্রান্তীকে ইকোনমি শতকরা ০.২% এসেছে। যেখানে ১ম প্রান্তীকে ০.৪% ছিল।

জুলাই মাসে যুক্তরাষ্ট্রের কনজিউমার মুদ্রাস্ফীতি এবং কনজিউমার ব্যয় প্রত্যাশিত লেভেল ০.৩% এসেছে। Core CPI যদিও ধীরগতিতে চলছিল,তারপরও প্রত্যাশিত লেভেল ০.২% এসেছে। Retail Sales শতকরা ০.৭% বেড়েছিল,এটা খুব সহজেই  প্রত্যাশিত লেভেল ০.৪% অতিক্রম করেছিল। Core retail sales শতকরা ১.০% বেড়েছিল। এটা মার্চ মাসের প্রত্যাশিত লেভেল অনুযায়ী এসেছে। মেনুফেকচারিং সেক্টরের দিকে তাকালে দেখা যাচ্ছে, Philly Fed Manufacturing Index ১৬.৮ দেখানো হয়েছিল, এটা প্রত্যাশিত লেভেল ১০.১ খুব সহজেই অতিক্রম করেছিল।

এদিকে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বানিজ্য যুদ্ধ ক্রমাগত চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল, এটা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যদিও দুই দেশের মধ্যে বানিজ্য উত্তেজনা লাঘব হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে ছিল। কিন্তু পুনরায় এটার সূত্রপাত শুরু হয়েছে। বিশ্বের বৃহত্তম ইকোনমিক দুইটি দেশের মধ্যে এ ধরণের অবস্থা চলতে থাকলে। দেশ দুইটির ইকোনমিক অবস্থা আরও দুর্বল হতে থাকবে। যার প্রভাব ফরেক্স মার্কেট পরার সম্ভাবনা রয়েছে।

EUR/USD প্রতিদিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনগুলো দেওয়া হলো

EUR_USD-Forecast-Aug19-23.._2019.thumb.png.1f2204871b30bcbc00e7ec6f9d46e2b3.png

১.Current Account

সোমবার,দুপুর ০২:০০। মে মাসে ইউরোজোনের অ্যাকাউন্ট ১৯.৭ বিলিয়ন ইউরো বেড়েছিল। এটা গতবারের ২০.৯ বিলিয়নের থেকে বেশি। প্রত্যাশা করা হচ্ছে, জুন মাসের রিপোর্টেও ঊর্ধ্বমূখী অবস্থান থাকতে পারে এবং ধারণা করা হচ্ছে, জুন মাসে ৩২.২ বিলিয়ন হতে পারে।

২.Eurozone Inflation Data

সোমবার, বিকাল ০৩:০০। জুন মাসে ইউরোজোন CPI ১.৩% এসেছিল। এটা প্রত্যাশিত লেভেল ১.২% উপরে এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, জুলাই মাসে ১.১% আসতে পারে। জুন মাসে Core CPI ১.১% এসেছিল, এটা প্রত্যাশিত লেভেল অনুযায়ী এসেছিল। প্রত্যাশা করা হচ্ছে, এবার ০.৯% আসতে পারে।

৩.PMIs

বৃহস্পতিবার, ফ্রান্স দুপুর ০১:১৫, জার্মান ০১:৩০ এবং ইউরোজোন ০২:০০ প্রকাশিত হবে। জুলাই মাসে ফ্রান্স সার্ভিস পিএমআই থেকে ৫২.৫ পয়েন্ট এসেছিল। এটা তেমন ভাল অবস্থান নয়। প্রত্যাশা করা হচ্ছে, আগস্টেও একই ধরণের ৫২.৫ পয়েন্ট আসতে পারে। জুলাই মাসে মেনুফেকচারিং পিএমআই ৫০.০ পয়েন্ট এসেছিল। এটা গতবারের তুলনায় কিছুটা ভাল অবস্থান। ধারণা করা হচ্ছে, আগস্টে ৪৯.৫ পয়েন্ট আসতে পারে। এটা মেনুফেকচারিং সেক্টরকে দুর্বলতার দিকে ইঙ্গিত দিচ্ছে। জার্মান মেনুফেকচারিং সেক্টর ক্রমাগত খারাপ করছে। জুলাই মাসে এ সেক্টর থেকে ৪৩.১ পয়েন্ট এসেছিল। আগস্টেও একই ধরণের পয়েন্ট আসতে পারে। তবে জর্মান সার্ভিস পিএমআই এর দিকে তাকালে দেখা যাচ্ছে, এ সেক্টরটি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। জুলাই মাসে এ সেক্টর থেকে ৫৫.৪ পয়েন্ট এসেছে। ধারণা করা হচ্ছে, আগস্টে ৫৪.১ পয়েন্ট আসতে পারে। ইউরোজোন মেনুফেকচারিং পিএমআই ক্রমাগত খারাপ করে যাচ্ছে। জুলাই মাসে এ সেক্টর থেকে ৪৬.৪ পয়েন্ট এসেছিল। ধারণা করা হচ্ছে, আগস্টেও এবারের মত ৪৬.৩ পয়েন্ট আসতে পারে। মেনুফেকচারিং পিএমআইয়ের তুলনায় সার্ভিস পিএমআই কিছুটা ভাল অবস্থানে রয়েছে। জুলাই মাসে সার্ভিস পিএমআই ৫৩.৩ পয়েন্ট এসেছিল। ধারণা করা হচ্ছে, আগস্টে ৫৩.০ পয়েন্ট আসতে পারে।

৪.ECB Monetary Policy Meeting Accounts

বৃহস্পতিবার,বিকাল ০৫:৩০। বৃহস্পতিবার মনেটারী পলিসি মিটিং হবে এবং প্রত্যাশা করা হচ্ছে, এ মিটিংয়ে ইসিবি ইন্টারেস্ট রেট নির্ধারণ করবেন। তবে কোন ধরণের Dovish মন্তব্য বা রেট কমানোর ইঙ্গিত পাওয়া গেলে ইউরোর প্রাইস ব্যাপক কমতে পারে।

৫.Consumer Confidence

বৃহস্পতিবার, রাত ০৮:০০। ইউরোজোন কনজিউমার সেক্টরে ধীরতা পরিলক্ষিত হচ্ছে। গত ছয় মাসে ছয়টি রিপোর্টের মধ্যে পাঁচটিতে মন্দাভাব দেখা গিয়েছে। ৭ম রিপোর্টেও একই ধরণের ফলাফল প্রত্যাশা করা হচ্ছে।

Euros-green.png.fb5a62f01e97b6de3a8a2c8114edf303.png

EUR/USD টেকনিক্যাল অ্যানালাইসিস

টেকনিক্যাল লাইনগুলো উপর থেকে নিচে দেওয়া হলো:

জানুয়ারি মাসের শেষের দিকে ইউরো/ডলার পেয়ারটির সর্বোচ্চ প্রাইস ছিল ১.১৫১৫। ফেব্রুয়ারীর শুরুর দিকে পেয়ারটির সর্বনিন্ম প্রাইস ছিল ১.১৪৩৫।

পেয়ারটির জন্য পরবর্তীতে ১.১৩৯০ একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। পরবর্তী লেভেল ছিল ১.১৩৪৫। জুলাইয়ের প্রথম সপ্তাহে ১.১২৯০ একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল।

২০১৮ সালের ডিসেম্বরে ১.১২৭০ ডাবল বটোম লেভেল ছিল। পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল ছিল ১.১২১৫। গত সপ্তাহে ১.১১৯ একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করেছিল।

২০১৭ সালের মে মাসে ১.১০২৫ আরেকটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ছিল। পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল ছিল ১.০৯২৫।

২০১৭ সালের এপ্রিলে ১.০৮২৯ একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করেছিল। সর্বশেষ এবং বর্তমান সাপোর্ট লেভেল ১.০৬৯০।

শেষ কথা

বিশেষজ্ঞদের মতে, এ সপ্তাহে EUR/USD পেয়ারটির প্রাইস কমতে পারে।

ইউরোজোনের ইকোনমিক ইঞ্জিন হিসেবে পরিচিত, জর্মানের ইকোনমি বর্তমানে কিছুটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বানিজ্য যুদ্ধের প্রস্তুতি চলছে। জার্মান এবং ইউরোজোনের মেনুফেকচারিং সেক্টর ক্রমাগত খারাপ করছে। সুতরাং বৈশ্বিক বানিজ্য উত্তেজনা ইউরোর উপর প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং এ সপ্তাহে পেয়ারটির প্রাইস কমার সম্ভাবনা রয়েছে।

  • Love 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

লগিন

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

বিডিপিপস কি এবং কেন?

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।

×