Jump to content
Sign in to follow this  
ফরেক্স প্রতিদিন

চলতি সপ্তাহের EUR/USD ফরেক্স মার্কেট আপডেট (১৮ থেকে ২২ মার্চ)

Recommended Posts

ইউরো/ডলারের প্রাইস গত সপ্তাহে কমেছিল।এ সপ্তাহের মূল ইভেন্টগুলো হলো: জার্মান জিইডব্লিউ (ZEW) ইকনোমি সেন্টিমেন্ট এবং জার্মান ও ইউরোজোনের পিএমআই (PMI)। এছাড়াও বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভ ব্যাংকের রেট সেন্টিমেন্টর উপর নজর রাখবেন। এখানে এ সপ্তাহের মার্কেট আউটলুক এবং ইউরো/ডলারের টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হলো।

জার্মানের মেনুফেকচারিং ডাটা ক্রমাগত কমছে, কারণ বৈশ্বিক বানিজ্য যুদ্ধের কারণে জার্মান প্রডাক্টসের চাহিদা কমেছে। জানুয়ারীতে ইন্ডস্ট্রীয়াল প্রডাকশন শতকরা ০.৮ পার্সেন্ট কমেছে। পরবর্তীতে এটা আরও কমতে পারে। তবে জুন মাসে ইন্ডাস্ট্রীয়াল প্রডাকশন কিছুটা বেড়েছিল। ইউরোজোনের সিপিআই (CPI) অপরিবর্তনীয় ১.৫% রয়েছে, যেহেতু মুদ্রাস্ফীত (Inflation) ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের (ECB) টার্গেট ২ পার্সেন্টের নিচে রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কনজিউমার রিপোর্ট মিশ্র অবস্থায় ছিল, এটা ডলারের উপর প্রভাব ফেলেছিল। কোর রিটেইলস সেলস শতকরা ০.৯ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। মুদ্রাস্ফীতি (Inflation) তেমন ভাল অবস্থানে নেই, সিপিআই ০.২% এবং কোর সিপিআই ০.১% এসেছে। বেকারত্বের হার প্রত্যাশার থেকে বেশি বেড়েছে।  

ইউরো/ডলারের প্রতিদিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দেওয়া হলো:

5c8f789766ce0_download(2).thumb.png.da250233df11cea224f7a9a6780586d9.png

১.Trade Balance

সোমবার দুপুর ০৩:০০। ইউরোজোনের ট্রেড বেশ ভাল অবস্থানে রয়েছে এবং আশা করা হচ্ছে এটা এখনও পজেটিভ ট্রেন্ডে রয়েছে। জানুয়ারিতে ১৭.২ বিলিয়োন ইউরোর ট্রেড হতে পারে।

২.German ZEW Economic Sentiment

মঙ্গলবার দুপুর ০৩:০০। বিনিয়োগকারী এবং অ্যানালাইসিস্টগন জার্মানীর ইকনোমিক আউটলুক সম্পর্কে কিছুটা উদ্বিগ্নতা প্রকাশ করেছে, যদিও রিপোর্টে কিছুটা উন্নতি হয়েছে। ফেব্রুয়ারিতে ১৩.৪ পয়েন্ট এসেছে এবং মার্চের পূর্বাভাসে ১১.০ পয়েন্ট  আশা করা হচ্ছে। ইউরোজোনে ১৬.৬ পয়েন্ট এসেছে , এটা ইউরোজোনের জন্য খুবই সামান্য এবং মার্চে ১৫.১ পয়েন্ট আশা করা হচ্ছে।

৩.German PPI

বুধবার দুপুর ০১:০০। জার্মান মুদ্রাস্ফীতি জানুয়ারিতে রিবাউন্ড করেছে, এটা শতকরা ০.৪ পার্সেন্ট বেড়েছে। গত মাসে শতকরা ০.৪ পার্সেন্ট কমেছিল। অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারীতে ০.২% আসতে পারে।

৪.ECB Economic Bulletin

বৃহস্পতিবার বিকাল ০৩:০০। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক রেট ডিসিশনের দুই সপ্তাহ পরে বুলেটিন প্রকাশ করেছেন, এর ভিতরে রয়েছে ইকনোমি ডাটা এবং রেট ডিসিশন পলিসি। এছাড়াও এর মধ্যে রয়েছে সাম্প্রতিক ইকনোমি, মুদ্রাস্ফীতি এবং পরবর্তী মনেটারী পলিসি।

৫.Flash PMIs

শুক্রবার বিকাল ০৪:১৫,ফ্রান্স ০৪:৩০ এবং জার্মান ০৫:০০ তে প্রকাশ করা হযেছে। ফ্রান্সের সার্ভিস সেক্টর পিএমআই তিন মাস ধরে ক্রমাগত কমছে। তবে, ইনডিকেটর অনুযায়ী প্রত্যাশা করা হচ্ছে, ফেব্রুয়ারীতে এটা বৃদ্ধি পেয়ে ৫০.৬% হতে পারে। মেনুফেকচারিং  ডাটা দুর্বল অবস্থানে রয়েছে,বর্তমানে এটা ৫০ লেভেলের উপরে রয়েছে, তবে এটা প্রত্যাশার তুলনায় কম। তাছাড়া জার্মানীর মেনুফেকচারিং পিএমআই পয়েন্ট ভাল অবস্থানে নেই, তবে প্রত্যাশা করা হচ্ছে, পরবর্তী রিলিজেও একই অবস্থা থাকতে পারে। তবে সার্ভিস পিএমআই বেশ ভাল অবস্থানে রয়েছে এবং প্রত্যাশা করা হচ্ছে, ফেব্রুয়ারীতে ৫৪.৮ পয়েন্ট আসতে পারে। ফেব্রুয়ারীতে ইউরোজোনের মেনুফেকচারিং পিএমআই পূর্বাভাস ৪৯.৬ পয়েন্ট করা হয়েছিল,তবে পূর্বাভাসের থেকে কিছু কম ৪৯.২ এসেছিল। জানুয়ারিতে সার্ভিস পিএমআই বেশ ভাল ৫২.৩ এসেছিল এবং আশা করা হচ্ছে ফেব্রুয়ারীতে ৫২.৭ পয়েন্ট আসবে।

৬.Current Account

শুক্রবার দুপুর ০৩:০০। ইউরোজোন সারপ্লাস জানুয়ারিতে ১৬.২ বিলিয়ন এসেছে, তবে আশা করা হয়েছিল ২১.৪ বিলিয়ন হবে। ইনডিকেটর অনুযায়ী আশা করা হচ্ছে ১৭.৩ বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে।

 

EUR/USD টেকনিক্যাল অ্যানালাইসিস:

টেকনিক্যাল লাইনগুলো উপর থেকে নিচে দেওয়া হলো:

আমরা ১.১৭৫০ রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু করছি। সেপ্টেম্বরে ১.১৭২০ একটি গুরুত্বপূর্ণ প্রাইস ছিল।

অক্টোবরের শুরুর দিকে ১.১৬২০ গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লাইন ছিল। পরবর্তী লেভেল ছিল ১.১৫৭০।

জানুয়ারির শেষের দিকে ১.১৫১৫ সর্বোচ্চ প্রাইস ছিল। ফেব্রুয়ারীর শুরুর দিকে ১.১৪৩৫ নিন্ম পয়েন্ট ছিল।

জানুয়ারিতে ইউরো/ডলারের জন্য ১.১৩৯০ একটি গুরুত্বপূর্ণ প্রাইস ছিল। পেয়ারটি প্রেসারে থাকা সেত্ত্বেও গত সপ্তাহে ১.১৩৪৫ রেজিস্ট্যান্স লেভেলে এসেছিল। একই সময়ে ১.১২৯০ সর্বনিন্ম প্রাইস ছিল। ২০১৮ সালের ডিসেম্বরে ১.১২৭০ ডাবল বটোম ছিল।

২০১৮ সালের সর্বনিন্ম প্রাই‌স ছিল ১.১২১৫।

২০১৭ সালে ১.১০২৫ একটি গুরুত্বপূর্ণ প্রাইস ছিল।

সর্বশেষ সাপোর্ট লেভেল ১.০৯৫০।

 

উপসংহার

আমরা ধারণা করছি ইউরো/ডলারের প্রাইস কমতে পারে।

বৈশ্বিক বানিজ্য যুদ্ধের ফলে ইউরোজোনের ইকনোমিতে স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে, এর প্রভাব বিশেষ করে মেনুফেকচারিং এবং রপ্তানি সেক্টরের উপর পরেছে। ব্রেক্সিট উত্তেজনা পেয়ারটির প্রাইস বাড়তে সহায়তা করবে না এবং আশা করা হচ্ছে, ইউরোজোনের ইকনোমি বেশ দুর্বল অবস্থানে থাকবে। ফেডারেল রিজার্ভ এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক Dovish অবস্থানে রয়েছে। আর ব্যাংকের এ অবস্থান পেয়ারটির উপর বেশ প্রভাব ফেলবে। সুতরাং পেয়ারটির প্রাইস কমতে পারে।

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

লগিন

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

বিডিপিপস কি এবং কেন?

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।

×