Sign in to follow this
Followers
0

বিটকয়েন ট্রেডিং এর ব্যাপারে জানতে চাই (ডেমো এবং লাইভ)
By
নাইম০১৯, in
সাধারণ ট্রেডিং আলোচনা
-
Similar Content
-
By Faisomelo
এক্সএম এ এখন থেকে একই পেইজ থেকে লাইভ চ্যাট করা যাবে, এর জন্য নতুন কোন উইন্ডো ওপেন হবে না।
সেইসাথে অফলাইন মেসেজও আর সহজ করা হয়েছে।
-
By taher1980
আমি প্রায় ৩ মাস যাবত ফরেক্স শিখতেছি। কিন্তু যেখানে ফরেক্স শিখাচ্ছে তা আমার কাছে যথার্থ মনে হচ্ছে না।তার চেয়ে ফরেক্স বিডি গ্রুপটি কে বেশি পারফেক্ট মনে হয়।তাই এখানে পোষ্ট করলাম, যদি কেউ ফরেক্স শেখার ভাল কোন উপায় বলে দিতে পারেন।ধন্যবাদ।
-
By Mohamed A. Haque
৬ মাস হবে ডেমোতে ট্রেড করছি।প্রফিট করছি নিয়মিত,কিছু ট্রেড ছাড়া!আমি ৭০% ট্রেড করি ফান্ডামেন্টাল এনালাসিস থেকে!এখন রিয়লে ট্রেড করতে চাচ্ছি, কেমন হবে?আর আমি জার্মানিতে থাকার কারনে টেক্সকে বাঘের চেয়েও বেশি ভয় পাই!! তাই চাচ্ছিলাম,বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট একটিভ করে জার্মানিতে ট্রেড করতে,যাতে টেক্স পরিশোধের কোন যামেলায় না পরি!এটা কি সম্ভব?
কেউ কি আছেন, যে তার ডকুমেন্ট (এড্রেসের ডকুমেন্ট &পাসপোর্টের স্ক্যানিং ) দিবে,যাতে আমি অ্যাকাউন্ট একটিভ করতে পারি? অবশ্যই আপনি যে ব্রেকারে অ্যাকাউন্ট করছেন সেটি ছাড়া অন্য একটিতে করা হবে এবং সাহায্যের জন্য আপনাকে খুশি করা হব! :পি:-D
ধন্যবাদ
-
By bmfxanalyst
USDJPY পেয়ারের খুব অল্প প্রফিটের জন্য একটি ট্রেড সেট আপ দেখে নিন। আপনার নিজের সঙে মিলে গেলে এন্ট্রি নিতেও পারেন। যদিও এটি পেন্ডিং অর্ডার এর সেট আপ।
তাহলে চলুন, কথা না বাড়িয়ে চার্ট দেখে বুঝে নেই বিষয়টা।
চার্টে দেখতে পাচ্ছি, এক ঘন্টার টাইম ফ্রেমে ডাউনট্রেন্ডকে ব্রেক আউট করে আবার রিট্রেস করছে। আবার চার ঘন্টার টাইম ফ্রেমে গেলে দেখতে পাচ্ছি যে একটি পরিস্কার ইনসাইড বার তৈরি করেছে, যা কিনা রিভার্স ক্যান্ডেল হিসেবেই আমরা জেনে থাকি।
চার্টে এই মুহুর্তে একটি লোয়ার হাই তৈরী করেছে। সেই লোয়ার হাই লেভেল ১০৭.০৪। আমরা সেই লেভেলকে ক্রস করার অপেক্ষায় থাকব। তাই আমরা বাই-স্টপ পেন্ডিং অর্ডার দিয়ে রাখব ১০৭.০৬ এ। এবং টার্গেট থাকবে ২৫ পিপ্স এর।
এরপর অপেক্ষা............ চুড়ান্ত ফলাফলের। সবার সাফল্য কামনায়।
আমি চেষ্ঠা করব রেগুলার সাইটে আমার ট্রেড এনালাইসিস আপনাদের সাথে শেয়ার করতে। এই লেখাটি আপনি আপনার ফেসবুক গ্রুপ, ফেসবুক ওয়ালে বা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সকলেই সামান্য হলেও উপকৃত হতে পারে। সকলের সাফল্য কামনায়।
আমার ফেসবুক পেজে লাইক দিয়েও আমার সঙে থাকতে পারেন। ফেসবুক পেজ লিঙ্কঃ bmfxanalyst