Sign in to follow this
Followers
0

প্রতারকদের থেকে দূরে থাকুন, নিরাপদ রাখুন আপনার একাউন্ট
By
Fx-salam, in
সাধারণ ট্রেডিং আলোচনা
-
Similar Content
-
By Fx-salam
আজকাল দুনিয়া জুরে বিশেষ করে বাংলাদেশের ওলি-গোলিতে ব্যঙ্গের ছাতার মত যত চিটার আর ভূয়া সিঙ্গনাল ব্যবসায়ী গেজে ওঠেছে নতুনরা এদের চোখথেকে আড়াল করে যেতে পারেনা। আমরা সবাই জানি ফরেক্সে সফল হতে গেলে সময়ের কোন বিকল্প নেই আথচ আমরা সময় দিতে চাইনা।
যারা ফরেক্স শিখান এবং সিঙ্গনাল দেন এদের কে প্রতারক কিংবা লুজার তা কিভাবে চিনবেন?
"বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়।"
তেমনি কে কিরকম ট্রেডার সেটা জানার জন্য ট্রেডারের রিয়াল একাউন্টের ট্রেডিং হিস্টোরি হল ট্রেডারদের ফল।
আর হিস্টোরি দেখার অনেক উপায় আছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে myfxbox এর লিঙ্ক আর দ্বিতীয় হচ্ছে একাউন্ট মনিটরিং এর লিঙ্ক আর ৩য় হচ্ছে ইনভেস্টর আইডি আর পাস ওয়ারড।
এ ছাড়াও আরো অনেক আছে যেমন ফরেক্সফ্যাক্টোরি ।
আপনি যাকে গুরু বানাতে যাচ্ছেন তাকে গুরু বানানোর আগে উপরের যে কোন ১টা চাইবেন, আর তার ট্রেডিং হিস্টোরি দেখবেন, যেমন ম্যনিমেজমেন্ট করে ট্রেড করে কিনা, উনি লংটাইম ট্রেডার নাকি স্কাল্পার যদি স্কাল্পার হয়ে থাকে তাহলে তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর কম পক্ষে ১বছর থেকে যারা রেগুলার প্রফিট করতেছে ১০% কিংবা তার বেশী তাদেরকে ফ্লো করুন।
যে বা যারা এরকম কোন প্রুফ দিতে পারবেনা তারা হইল ফরেক্স জগতের সবচেয়ে বড় কীট এরা কাক হয়ে কোকিল সাজতে আসে, এদের থেকে যথা সম্ভব দূরে থাকুন।
আবার অনেকে অভিজ্ঞ কিন্তু লজ করে, সে অভিজ্ঞভাই নিজে ইচ্ছা করে লজ করে না তার কোথাও না কোথাও ত্রুটি আছে।
আর যে নিজেই লজে আছে সে আপনাকে কেমনে উইনার বানাবে?
আর আপনি যদি কারো কাছথেকে প্রুফ ছাড়া সিঙ্গনাল নিয়ে ট্রেড করতে চান তাহলে ভাল হয় ট্রেডিং ছেড়ে দিয়ে অন্য কিছু করেন।
আর অনেকে আছে যারা প্রফিট করে কিন্তু কোন কিছু শেয়ার করেনা তারা কোন সিঙ্গনাল ব্যবসায়ী না, এরা হিউজ প্রফিট করে তাই সব সময় সবার থেকে দূরে থাকে, প্রাইভেসির জন্য নিজেকে হাইড রাখে।
ফরেক্স কীট দের সংখ্যা এত বেশী যে এদের নাম মেনশন করে কেউ শেষ করা যাবে না। তাই আমি আর কাউকে মেনশন করে পোস্ট করতে যাবনা।
-