Jump to content
Sign in to follow this  
anis ahmed

ফরেক্স এ ট্রেড এর জন্য ফ্রি ফান্ড এর পোস্টমর্টেম !!

Recommended Posts

বিষয়টা অপ্রাসঙ্গিক সেকশন এ দেওয়া উচিত ছিল। কিন্তু ফরেক্স এর জন্য যেহেতু ডলার দরকার আর ডলার এর ফ্রি বেবস্থা যেহেতু এইটার দ্বারা হচ্ছে তাই এখানে দিলাম। কেউ আবার রাগ করবেন না।

 

 

ফরেক্স এ ট্রেড করার জন্য অনেকের হয়তো প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে বা লস করে এখন অর্থ সমস্যার জন্য ট্রেড করা ছেড়ে দিবেন এই মনস্থির করেছেন, অথবা রিয়েল এ প্র্যাকটিস করবেন কিন্তু নিজের টাকা খরচ করতে ভয় পাচ্ছেন যদি লস করেন, অথবা নিজের টাকা খরচ না করে যদি ট্রেড করে ইনকাম করা যায় খারাপ কি ভাবছেন। সবার জন্যই আমার এই পোস্ট।

 

আমার জানামতে ইন্সটাফরেক্স এর একটি ফোরাম আছে । ওই ফোরাম এ পোস্ট করলে তারা আপনাকে ত্রদ করার জন্য অর্থ দিবে আপনার ইন্সটাফরেক্স আইডি তে প্রতি মাসের ৮ তারিখে। ওই ডলার দিয়ে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু ওই ডলার উঠাতে পারবেন না কিন্তু ওই ডলার দিয়ে যে প্রফিট করবেন তা উঠাতে পারবেন।

 

আমি পরিক্ষামুলক ভাবে গত মাসে পোস্ট করেছিলাম এবং এই মাসের ৮ তারিখে পোস্ট এর জন্য বোনাস আমার ইন্সটাফরেক্স আইডি তে পেয়েছি। ট্রেড ও করেছি এবং এই পর্যন্ত লিবার্টি রিজার্ভের মাধ্যমে প্রফিট ও উঠিয়েছি কয়েকবার।

 

 

 

আমি একনজরে ফোরামের কিছু বিষয় নিচে তুলে ধরলাম, দেখে নিতে পারেন…

 

 

 

১, পোস্ট কমপক্ষে দুই লাইন এর হতে হবে।

 

২, ইন্সটাফরেক্স এ যখন আইডি খুলবেন তখন affiliate Code এর বক্স এ forum শব্দ টি লিখে দিতে হবে।

 

৩, দুই মাস পর পর নোতুন ইন্সটাফরক্স আইডি আপনার ফোরাম আইডিতে যোগ করতে পারবেন।

 

৪, ফোরাম এর বোনাস তুলতে পারবেন না। আপনার ইন্সটা ফরেক্স এর আইডিতে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে (সাধারণত ৭-৮ তারিখে) বোনাস এর ডলার দিয়ে দেওয়া হবে ট্রেড করার জন্য।

 

৫, ট্রেড করার মাধ্যমে প্রফিট হলে তা তুলতে পারবেন।

 

৬, প্রতি পোস্ট $0.20

 

৭, আপনি যদি কোন থ্রেড এ দুই লাইন এর একটা কমেন্ট ও করেন, তা আপনার পোস্ট হিসেবে গণ্য হবে এবং আপনি বোনাস পাবেন।

 

৮, আপনার প্রথম মাসের পোস্ট গুলো মোডারেটর দ্বারা মোডারেট হয়ে কিছুক্ষণ পড়ে পোস্ট হবে। তবে পরবর্তী মাস থেকে ইনস্ট্যান্ট পোস্ট হয়ে যাবে।

 

৯, প্রতি ৩০ মিনিট পর পর বোনাস আপডেট করা হয়। আপনি আপনার ফোরাম account এ আপনার কত বোনাস জমা হল তা দেখতে পারবেন।

 

১০, ইন্সটাফরেক্স এর account নাম্বার সংযুক্ত করতে(যেইটাতে বোনাস এর ডলার দেয়া হবে) আপনার প্রোফাইল এ যান ->bonus for post-> attach your account

 

১১, ইন্সটাফরেক্স এর account নম্বর ও লগিন পাসওয়ার্ড দিতে হবে সেখানে account এটাচ করতে । ভয় নেই আপনার পিন ছাড়া কেউ টাকা তুলে নিতে পারবে না।

 

১২, ফোরামের বোনাস দিয়ে প্রফিট করার টাকা alertpay, liberty reserve , (আরও অনেক পেমেন্ট মেথড আছে) যে কোন একটা দিয়ে উঠাতে পারবেন।

 

১৩, প্রতিদিন যদি ২০ টি পোস্ট করেন তবে আপনার দৈনিক বোনাস এর পরিমাণ হবে 20*0.20= $4 এবং মাসিক হবে 4*30= $120

 

১৪, আরও প্রশ্ন থাকলে এখানে করতে পারেন অথবা ফোরাম এর FAQ পড়ে দেখতে পারেন।

 

ফোরাম টিতে ঘুরে আসতে চাইলে এখানে ক্লিক করুন

 

কিছু কথা (না বললে বিতর্ক সৃষ্টি হতে পারে)—————-

 

ফোরাম এর ব্যাপারেঃ এইটি আন্তর্জাতিক ফোরাম। বোনাস এর জন্য না হলে ও, আপনি এই ফোরাম এর সাথে সংযুক্ত থাকতে পারেন ফরেক্স এর ব্যাপারে কিছু শিখার আশায়। অনেক অনেক কিছু শিখতে পারবেন এই ফোরাম থেকে (গ্যারান্টেড)। এবং তা বিডি পিপ্স এ বাংলায় শেয়ার এর মাধ্যমে বাঙ্গালীদের অর্থাৎ আপনার ভাই-বোনদের সাহায্য করতে পারবেন।

 

ইন্সটাফরেক্স এর ব্যাপারেঃ ইন্সটাফরেক্স নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলে এইটি স্কেম। অনেকে আবার ভ্যালিড ও বলেন। ফরেক্স পিস আর্মিতে একে স্কেম দেখায়। সেই কারনেই সবার স্কেম বলা। এইটি বেস্ট ব্রোকার অফ এশিয়া পদক অর্জন করেছিলো। ফরেক্স পিস আর্মিতে কেন এটিকে স্কেম দেখায় এর একটি নিজস্ব ব্যাখ্যা ইন্সটাফরেক্স এর রয়েছে। সাইট এ গেলে পাবেন। যদি না পান, লাইভ সাপোর্ট এ চ্যাট করে দেখুন। লিঙ্ক দিয়ে দিবে।

 

এখন, ইন্সটাফরেক্স স্কেম হলে তো আর আমি টাকা পেতাম না । পূর্বে উল্লেখ করেছি, আমি বোনাসের ডলার দিয়ে ট্রেড করে কয়েকবার প্রফিট উঠিয়েছি। অনেকেই পেমেন্ট পাচ্ছে। এক ভাই ইন্সটা ফরেক্স এ ডিপোজিট করার পর পর ফরেক্স পিস আর্মিতে স্কেম দেখে ডিপোজিট কৃত ডলার উইথড্র দেয় এবং ৪৫ ডেজ পড়ে পায়। স্কেম হলে তো দেওয়ার কথা ছিল না। তারপর ও আমি বলব যেহেতু স্কেম বলা হচ্ছে তাহলে ওই টা মাথায় রাখলাম। নিজের পকেট এর টাকা তো আর ডিপোজিট করছিনা। বোনাস দিয়ে যা পাবো তাই তো লাভ।

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

এছাড়াও আরও কিছু ব্রোকার হাউস আছে যারা তাদের সাথে ট্রেডিং এর জন্য কিছু ডলার বোনাস দেয়। আমি নিচে সেইগুলো তুলে দিলাম। আপনারা দেখে নিন।

 

ফরেক্সে সবার পক্ষে ডিপোজিট করা সম্ভব হয় না। আবার অনেকেই পছন্দের ব্রোকারটির সাথে ডিপোজিট করার আগে রিয়েল ট্রেড করে দেখতে চায়। তাই কিছু কিছু ব্রোকার ট্রেডারদের ফ্রি ওয়েলকাম বোনাস অফার করে থাকে। কিছু ব্রোকারের ওয়েলকাম বোনাসের বিবরণ নিচে দেয়া হলঃ

 

 

১. FBS - এফ.বি.এস

  • বোনাসঃ $৫ ডলার

২. Roboforex - রোবোফরেক্স

  • বোনাসঃ $১৫ ডলার

৩. Trading-Point - ট্রেডিং পয়েন্ট (শেষ)

  • বোনাসঃ $২৫ ডলার

৪. NordFX - নর্ড এফএক্স

  • বোনাসঃ $৮ ডলার

৫. PaxForex - পাক্সফরেক্স

  • বোনাসঃ $১০০ ডলার

৬. Marketiva - মার্কেটিভা

  • বোনাসঃ $৫ ডলার

৭. Liteforex - লাইটফরেক্স (শেষ)

  • বোনাসঃ $২০০ ডলার

বি.দ্রঃ কোন বোনাসই সরাসরি উইথড্র করা যাবে না। শুধুমাত্র প্রফিট উইথড্র করা যাবে। এছাড়াও বিভিন্ন শর্ত এবং উইথড্রয়াল ফি প্রযোজ্য হতে পারে। ফ্রি বোনাস নেয়ার আগে দয়া করে ভাল করে ফ্রি বোনাস প্রমোশনের শর্ত এবং নিয়মগুলো পড়ুন।

  • Love 6

Share this post


Link to post
Share on other sites

bhi forum ar address ta dila valo hoy

 

 

 

ভাই অ্যাড্রেস তো দেয়া আছে !!!!!!!!!

 

 

anis vai bonus theke profit $ ki jekono somoy uthano jabe.

naki kono condition ase.

 

আমার জানামতে নেই, ব্রোকার ইচ্ছা করলে কারো কারো ক্ষেত্রে শর্ত যোগ করতে পারে। এতে ব্রোকারের ক্ষমতা আছে। কিন্তু তেমন এখনো কোন ব্রোকার করে নি। তবে কিছু কিছু ব্রোকার এর বোনাস দেয়ার সিস্টেম একেক রকম। যেমন, পেক্সফরেক্স এর বোনাস পাওয়া টা অনেক টাফ !!!

ফোরাম এর বোনাস পাওয়ার পর, ওই বোনাস এর উপর আপনি যত প্রফিট করতে পারবেন, যদি ০.০২$ ও করেন, লিবার্টি রিজার্ভ এর মাধ্যমে উঠাতে পারবেন।

Share this post


Link to post
Share on other sites
Guest
You are commenting as a guest. If you have an account, please sign in.
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoticons maximum are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Loading...
Sign in to follow this  

বিডিপিপস কি এবং কেন?

বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।

×