তানভীর™ 2,361 Report post Posted February 18, 2014 গত অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে XM টীম জানিয়েছিল শীঘ্রই তারা XM এর ট্রেডারদের জন্য ইউনিক মাস্টারকার্ড সার্ভিস চালু করতে যাচ্ছে। বাংলাদেশের ট্রেডাররা সবচেয়ে বেশি যেই সমস্যা মোকাবেলা করে, তা হল ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ফান্ড উইথড্র করা। এখন থেকে XM এর ট্রেডাররা XM Mastercard দিয়ে সহজেই বিশ্বের যেকোনো মাস্টারকার্ডের লোগো চিহ্নিত ATM বুথ থেকে তার XM অ্যাকাউন্টের ফান্ড তুলতে পারবেন। বাংলাদেশের যেকোনো মাস্টারকার্ডের লোগো চিহ্নিত ATM বুথ থেকে সরাসরি টাকা তোলা যাবে। XM মাস্টারকার্ডের সুবিধাসমূহঃ সারাবিশ্বের যেকোনো মাস্টারকার্ড সমর্থিত ATM বুথে ব্যবহারযোগ্য যেকোনো POS সমর্থিত দোকানে, মার্কেটে, রেস্টুরেন্টে এবং অনলাইনে কেনাকাটা করা যাবে ফ্রি অনলাইন স্টেটমেন্ট আপনার XM মাস্টারকার্ড এবং XM ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ট্রান্সফারের সুবিধা ২৪/৭ অনলাইন সাপোর্ট তিন ধরণের মাস্টারকার্ড XM প্রদান করছেঃ XM USD MasterCard XM EUR MasterCard XM USD Shanghai (China Union Pay) আপনি আপনার প্রয়োজনমত যেকোনো একটি অথবা ৩ ধরণের কার্ডই সংগ্রহ করতে পারেন। কিন্তু একজন ট্রেডার ১ ধরণের কার্ড ১টিই সংগ্রহ করতে পারবেন। মাস্টারকার্ড সংগ্রহের চার্জঃ আপনার XM ট্রেডিং অ্যাকাউন্টে যদি নুন্যতম $২০০০ ব্যালেন্স থাকে, তবে আপনি বিনামূল্যেই ১টি XM মাস্টারকার্ডটি পেতে পারেন। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এর কম থাকে, তবে ১০ ইউরো (বা সমপরিমাণ ডলার, আনুমানিক $১৪) দিয়ে আপনাকে মাস্টারকার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাই মাস্টারকার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার XM ট্রেডিং অ্যাকাউন্টে নুন্যতম ১০ ইউরো (বা সমপরিমাণ ডলার, আনুমানিক $১৪) থাকতে হবে। কার্ডটি সাধারন পোস্ট ডেলিভারির মাধ্যমে পাঠানো হবে। যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে কার্ডটি পেতে চান, তাহলে আরও অতিরিক্ত ২০ ইউরো ফি প্রযোজ্য হবে, তাতে সর্বমোট ৩০ ইউরো (বা সমপরিমাণ ডলার, আনুমানিক $৪১.৫) প্রযোজ্য হবে। কার্ডের ফি (XM USD MasterCard): ইন্টারনেটে যেসব মাস্টারকার্ড প্রভাইডার রয়েছে, তাদের মধ্যে সম্ভবত XM Mastercard দিয়েই সর্বনিম্ন রেটে ATM বুথ থেকে উইথড্র করা যায়। কার্ডে ডিপোজিটের নিয়মঃ আপনি আপনার XM ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে অথবা সরাসরি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আপনার XM মাস্টারকার্ডে ডিপোজিট করতে পারবেন। কিন্তু যেহুতু বাংলাদেশ থেকে বাইরের দেশে ব্যাংক ট্রান্সফার করা যায় না, তাই বাংলাদেশ থেকে ব্যাংক ডিপোজিটের মাধ্যমে কার্ডে ডিপোজিট সম্ভব নয়। এটা অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উইথড্র লিমিটঃ ATM উইথড্র লিমিটঃ ১ দিনে ৩ বার এবং সর্বোচ্চ $২০০০ ১ সপ্তাহে ১১ বার এবং সর্বোচ্চ $৫০০০ POS পারচেইজ লিমিটঃ ১ দিনে ৮ বার এবং সর্বোচ্চ $৩০০০ ১ সপ্তাহে ৪০ বার এবং সর্বোচ্চ $১২,০০০ কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেনঃ কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনার একটি ভেরিফাইড XM রিয়েল অ্যাকাউন্ট লাগবে। আপনার XM এ রিয়েল অ্যাকাউন্ট না থাকলে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর ইতিমধ্যে ভেরিফাইড রিয়েল অ্যাকাউন্ট থেকে থাকলে লগিন করে XM মাস্টারকার্ডের জন্য অ্যাপ্লাই করুন। আপনার XM অ্যাকাউন্টে লগিন করে সাইডবারে XM Cards মেনু থেকে Read More এ ক্লিক করুন এবং পরবর্তী ধাপসমূহ অনুসরণ করুন। আমি আজ কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। কার্ড হাতে পেলে পরবর্তী আপডেট জানাবো। ইতিমধ্যে নেটেলার এবং XM মাস্টারকার্ডের মধ্যে তুলনা নিয়ে একটি পোস্ট করা হবে বিডিপিপসে। তাই সাথেই থাকুন। 20 Share this post Link to post Share on other sites
Sazzadur Rahman 1 Report post Posted February 18, 2014 vai ai debit card ki onno debit card support brokere use kora jabe 1 Share this post Link to post Share on other sites
Jashim002 61 Report post Posted February 19, 2014 master card ti ki Payoneer ar????? r ai master card dia ki j shob broker a sudu bank support kora oigulay deposite and withdraw kora jaba???? Share this post Link to post Share on other sites
dearbusiness.com 62 Report post Posted February 19, 2014 Thanks for the update,is it payoneer card? If we deposit via skrill,can we withdraw via master card? Thanks Monsur 1 Share this post Link to post Share on other sites
dearbusiness.com 62 Report post Posted February 19, 2014 I made a chat and got the following reply:- (1) is you mastercard payoneer card? xm card is associated with master card service.Its not payonned card. (2)If I deposit via skrill,can I withdraw via the master card? No Sir. you must withdraw same amount back to your skrill account what you have deposited through skrill. Profit means access amount you will be able to withdraw through master card. Share this post Link to post Share on other sites
tushar0825 0 Report post Posted February 19, 2014 আপনি আপনার XM ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে অথবা সরাসরি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আপনার XM মাস্টারকার্ডে ডিপোজিট করতে পারবেন না।taile vai tk tulbo kamne???? Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted February 19, 2014 আপনি আপনার XM ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে অথবা সরাসরি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে আপনার XM মাস্টারকার্ডে ডিপোজিট করতে পারবেন না। taile vai tk tulbo kamne???? এটা পারবেন হবে। ভুলে অতিরিক্ত না লেখা হয়েছিল। ঠিক করে দেয়া হয়েছে। ধন্যবাদ। 1 Share this post Link to post Share on other sites
আনিসুর 5 Report post Posted February 21, 2014 ১২ মাস ব্যবহার না করলে ৫ ডলার জরিমানা ---- এই ব্যবহার বলতে কি ধরনের ব্যবহার বোঝানো হয়েছে? Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted February 21, 2014 master card ti ki Payoneer ar????? r ai master card dia ki j shob broker a sudu bank support kora oigulay deposite and withdraw kora jaba???? না এটা পেয়নিয়ার মাস্টারকার্ড নয়। অধিকাংশ ব্রোকার পেওনিয়ারের সার্ভিস ব্যবহার করে। কিন্তু XM এর মাস্টারকার্ড সরাসরি মাস্টারকার্ড কোম্পানির সাথে সম্পৃক্ত। তাদের ফিও অপেক্ষাকৃত কম। এই কার্ডের আরেকটি সুবিধা আছে, তা হল আপনার XM ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এই কার্ডে ফান্ড ট্রান্সফার করলে কোন ফি কাটবে না। যেটা পেওনিয়ারে কাটে। ব্রোকারগুলোতে ক্রেডিটকার্ড দিয়ে ডিপোজিট করলে আবার সেই ক্রেডিট কার্ডেই উইথড্র করা যায়। এটা ডেবিট কার্ড। তাই অন্য ব্রোকারে এটা ব্যবহার করে উইথড্র করা যাবে না। এটা শুধু XM এর জন্য প্রযোজ্য। কোন ব্রোকারই আপনাকে এমন কার্ড প্রদান করবে না যেটা দিয়ে আপনি অন্য আরেকটি ব্রোকারে ট্রেড করবেন। Thanks for the update,is it payoneer card? If we deposit via skrill,can we withdraw via master card? Thanks Monsur না এটা পেয়নিয়ার মাস্টারকার্ড নয়। অধিকাংশ ব্রোকার পেওনিয়ারের সার্ভিস ব্যবহার করে। কিন্তু XM এর মাস্টারকার্ড সরাসরি মাস্টারকার্ড কোম্পানির সাথে সম্পৃক্ত। তাদের ফিও অপেক্ষাকৃত কম। এই কার্ডের আরেকটি সুবিধা আছে, তা হল আপনার XM ট্রেডিং অ্যাকাউন্ট থেকে এই কার্ডে ফান্ড ট্রান্সফার করলে কোন ফি কাটবে না। যেটা পেওনিয়ারে কাটে। আপনি নেটেলার, স্ক্রিল ইত্যাদি ই-কারেন্সি দিয়ে ডিপোজিট করলেও তা সরাসরি মাস্টারকার্ড দিয়ে ফান্ড তুলতে পারবেন। শুধুমাত্র আপনার ডিপোজিট যদি হয় অন্য কোন ক্রেডিট কার্ড দিয়ে, তবে নিয়ম ব্যতিক্রম। প্রথমে আপনাকে ডিপোজিটকৃত অ্যামাউন্টের সমপরিমাণ আবার কার্ডে উইথড্র করতে হবে। তারপর বাকি ফান্ড কার্ডে বা ইচ্ছামত উইথড্র করা যাবে। ১২ মাস ব্যবহার না করলে ৫ ডলার জরিমানা ---- এই ব্যবহার বলতে কি ধরনের ব্যবহার বোঝানো হয়েছে? মাস্টারকার্ডের জন্য প্রতিমাসে একটি ফি প্রদান করতে হয়। আপনি যদি মাস্টারকার্ডটি ব্যবহার করেন, তবে ATM Withdraw, Online Purchase এগুলো থেকে তারা কমিশন পেয়ে থাকে। তাই আলাদা ভাবে আর আপনাকে ফি প্রদান করতে হবে না। কিন্তু আপনি যদি কার্ডটি নিয়ে রাখেন, কিন্তু ব্যবহার না করেন ,তবে ১২ মাস কার্ডটি না ব্যবহৃত হলে মাসিক $৫ করে ফি প্রযোজ্য হবে। কারণ ফি তো তাদেরকে ঠিকই দিতে হবে। আপনার জন্য তো আজীবন তারা নিজের পকেট থেকে ফি দিয়ে যাবে না। 1 Share this post Link to post Share on other sites
Emran Khan 0 Report post Posted February 21, 2014 XM er system ta amr valo lagse.sobcaite 1ta holo ai side ta amaderke fx trading korar jonno onek help korce ......tai amr ai said ta onek valo lage.thnxxxxx tanvir vhi upnake........ami cai upni amaderke fx somporke janar jonno aro poramossho diben. Share this post Link to post Share on other sites
Emran Khan 0 Report post Posted February 21, 2014 tanvir vhi upnake amr montheke thnxx. Share this post Link to post Share on other sites
manikah 57 Report post Posted February 22, 2014 Dear Tanvir Vai, When I make withdraw from our ATM both then need to currency convert.Suppose in my XM Card balance is dollar but we take it as TK from ATM both in our country.In this case have any currency converted fee?Please reply to me. 1 Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted February 23, 2014 Dear Tanvir Vai, When I make withdraw from our ATM both then need to currency convert.Suppose in my XM Card balance is dollar but we take it as TK from ATM both in our country.In this case have any currency converted fee?Please reply to me. XM এখন পর্যন্ত এ ধরনের কোন ফির কথা উল্লেখ করেনি। কার্ড হাতে পাওয়ার পর আমি কিছু টেস্ট ট্রানজাকশন করবো, যেমন - ATM উইথড্র, POS Shopping ইত্যাদি, এবং তখন বিস্তারিত হ্যান্ডস অন রিভিউ শেয়ার করা হবে। 2 Share this post Link to post Share on other sites
আনিসুর 5 Report post Posted February 24, 2014 tHANKS Share this post Link to post Share on other sites
tushar0825 0 Report post Posted February 25, 2014 assa vaia, xm er mastercard ki onno broker a othoba onno kothao use kora jabe??othoba onno mastercard ki xm a use kora jabe??? Share this post Link to post Share on other sites