তানভীর™ 2,361 Report post Posted July 24, 2013 আমি কিছুদিন আগে মানিবুকারস/স্ক্রিল থেকে ব্যাংকে একটি ছোট্ট টেস্ট উইথড্র দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ২টি। প্রথমত, মানিবুকারস থেকে ব্যাংকে উইথড্র করার একটি অভিজ্ঞতা অর্জন করা, কি রকম ফি কাটে বা কেমন সময় লাগে তা জানা। দ্বিতীয়ত, আমার মানিবুকারস অ্যাকাউন্টের লিমিট ছিল $৪৫০০. যদিও আমি নেটেলার ব্যবহার করি, কিন্তু যদি কখনও বিশেষ প্রয়োজন পরে যায় মানিবুকারস ব্যবহারের, তাই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করে অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে রাখা। বলে রাখি উইথড্র ২ দিনের মধ্যে পেয়ে গেছি এবং ১ দিনের মধ্যেই তারা আমার মানিবুকারস লিমিট বাড়িয়ে $৪৫০০ থেকে $৪৫,৩০০ করে দিয়েছে। অর্থাৎ আমি প্রতি ৯০ দিন মেয়াদে এই পরিমান ট্রানজাকশন করতে পারবো। মানিবুকারস কিন্তু ব্র্যান্ড নেইম পরিবর্তন করে স্ক্রিল (skrill) হয়ে গেছে। তাই কিছুদিনের মধ্যেই মানিবুকারস নামটি আর থাকছে না। স্ক্রিল বলেই সবজায়গায় পরিচিত হবে। অনেকেই ভাবছেন যে মানিবুকারসে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা এবং উইথড্র করার পদ্ধতি তো সহজ। এই নিয়ে পোস্ট দেওয়ার কি আছে? পোস্ট দেয়ার কারন অনেকেই জিজ্ঞেস করছে কিভাবে মানিবুকারস থেকে ব্যাংকে উইথড্র করতে হয়। হয়তো আমরা অনেকেই বিষয়টা এখন জানি, কিন্তু হতে পারে অনেকেরই অজানা। তাই বিস্তারিত পোস্ট দেয়া হল। ব্যাংক অ্যাকাউন্ট যোগ করাঃ মানিবুকারস/স্ক্রিল থেকে ব্যাংকে উইথড্র দেয়ার পূর্বে আপনাকে প্রথমে স্ক্রিলের ওয়েবসাইট থেকে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন তা কিন্তু অবশ্যই আপনার নিজের নামে হতে হবে। আরেকজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে না। প্রথমে আপনার স্ক্রিল অ্যাকাউন্টে লগিন করুন। তারপর মেনু থেকে Cards and Bank Accounts পেইজে যান। সেখান থেকে নিচের ছবির মত করে Add Bank Account এ ক্লিক করুন। আপনার পূর্বে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা থাকলেও আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এবং সবগুলো অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন। কিন্তু লিমিট বাড়ানোর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করাই যথেষ্ট। আপনি এই পেইজ থেকে Add Credit Card or Debit Card এ ক্লিক করে আপনার ইন্টারন্যাশনাল Credit/Debit কার্ডও যোগ করতে পারবেন। যাই হোক Add Bank Account এ ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো ওপেন হবেঃ প্রথমে Country (দেশ) হিসেবে Bangladesh নির্বাচন করবেন। এরপর পরের ঘরে আপনার ব্যাংকের SWIFT Code বসাবেন। এই পোস্টের শেষে বাংলাদেশের বিভিন্ন মেজর ব্যাংকগুলোর SWIFT Code দিয়ে দেয়া হয়েছে। এবং একটি PDF ফাইল আকারেও দিয়ে দেয়া হয়েছে। তারপর পরের ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণভাবে লিখুন। Add account and continue তে ক্লিক করুন। ব্যাংক অ্যাকাউন্টটি আপনার স্ক্রিল অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। মেনু থেকে Cards and Bank Accounts পেইজে গেলেই দেখাবে আপনার কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা আছে। ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দেয়াঃ Account Overview পেইজে আপনি মানি ব্যাংকে উইথড্র করার অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ এখান থেকে স্ক্রিলে আপনার যোগ করা ব্যাংক অ্যাকাউন্টটি নির্বাচন করুন। পরবর্তী Amount to withdraw ঘরে আপনি কত উইথড্র করতে চান। বক্সের নিচে দেখাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ট্রানজাকশন লিমিট অনুযায়ী আপনি সর্বোচ্চ কত ডলার উইথড্র করতে পারবেন। আপনি নুন্যতম $13.23 উইথড্র করতে পারবেন। প্রতিবার ব্যাংকে উইথড্র করতে $২.৩৮ ফি কাটবে স্ক্রিল। ২-৫ দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কারেন্ট ব্যাংক রেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আমার অভিজ্ঞতাঃ আমি কিছুদিন আগে টেস্ট হিসেবে $২৫ উইথড্র দেই স্ক্রিল থেকে। $২৫ উইথড্র দেয়ায় মানিবুকারস আমাকে আলাদাভাবে $২.৩৮ ফি চার্জ করে। যেকোনো অ্যামাউন্ট উইথড্রতেই এই ফিক্সড ফিই প্রযোজ্য হবে। ২ দিনের মধ্যে তা চলে আসে আমার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে। পার ডলার রেট পেয়েছি ৭৭.৩০ টাকা করে। সেই হিসেবে ২৫ ডলারে ১৯৩২.৫০ টাকা। ব্যাংক কোন অতিরিক্ত ফি কাটে নি। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা ডাচ বাংলা ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে উইথড্র করেছে, তাদেরও ব্যাংক কোন অতিরিক্ত ফি কাটে নি। ধরে নেয়া যায় কোন ব্যাংকই উইথড্র করার জন্য অতিরিক্ত ফি কাটে না। আপনি যেকোনো ব্যাংকেই উইথড্র করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ব্র্যাক ব্যাংক উইথড্র করার জন্য ভালো হবে। বড় অ্যামাউন্ট উইথড্র করলে মাঝে মাঝে ডাচ বাংলা ব্যাংক প্রশ্ন করে যে টাকা কথা থেকে আসলো। সেই ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক আমার কাছে ভালো মনে হয়। আশা করি যারা মানিবুকারস ব্যাবহার করেন এবং তা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে চান, এই পোস্টটি তাদের অনেক কাজে লাগবে। মানিবুকারস সম্পর্কিত অন্য কোন প্রশ্ন থাকলে এই টপিকে জিজ্ঞাসা করতে পারেন। মানিবুকারস অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন এবং লিমিট বৃদ্ধি করবেন তা নিয়ে বিস্তারিত পোস্টঃ http://bdpips.com/topic/11895-moneybookers-a-to-z-কৌশল-পর্ব-১-থেকে-৪-all-in-one/ SWIFT-Code-BD-Banks.pdf 18 Share this post Link to post Share on other sites
Mithunff 12 Report post Posted July 24, 2013 NICE POST. 1 Share this post Link to post Share on other sites
debashis datta 17 Report post Posted July 24, 2013 vai ai post ta amar monebookers upor ektu bissas aslo.........vai pdf filte ta ai poster niche deao nai 1 Share this post Link to post Share on other sites
বিজয়১ 142 Report post Posted July 24, 2013 কিছু প্রস্নঃ ১. দুটি ব্যাংক একাউন্ট যোগ করার পর ২ টা একাউন্ট ই আলাদাভাবে ভেরিফাই করতে হবে ? ২. ২ টা একাউন্টেই সমান ভাবে ট্রান্সফার করা যাবে ? Share this post Link to post Share on other sites
salim 15 Report post Posted July 24, 2013 তানভির ভাই আপনাকে ধন্যবাদ ফরেক্স এ নতুনদের জন্য কাজে লাগবে যেমন আমি নতুন 2 Share this post Link to post Share on other sites
জাকারিয়া 126 Report post Posted July 24, 2013 দুটো ব্যাংক একাউন্ট অ্যাড করেছি (অনেক আগেই), কিন্ত Unverified লিখা। এগুলো ভেরিফাই কিভাবে করব? এগুলো রিমুভ করে নতুনভাবে ভেরিফাই করব, নাকি এগুলোকেই ভেরিফাই করা সম্ভব? ভেরিফাই করার জন্য কি কোন এ্যামাউন্ট উইথড্র করতে হবে? আশা করি জবাব দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ, প্রয়োজনীয় এই পোস্টটি করার জন্য। 1 Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted July 24, 2013 vai ai post ta amar monebookers upor ektu bissas aslo.........vai pdf filte ta ai poster niche deao nai PDF ফাইলটি এখন যুক্ত করে দেয়া হয়েছে। 1 Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted July 24, 2013 কিছু প্রস্নঃ১. দুটি ব্যাংক একাউন্ট যোগ করার পর ২ টা একাউন্ট ই আলাদাভাবে ভেরিফাই করতে হবে ? ২. ২ টা একাউন্টেই সমান ভাবে ট্রান্সফার করা যাবে ? ১. আলাদাভাবে ভেরিফাই করার প্রয়োজন নেই। ভেরিফাই করতে হয় মূলত আপনার অ্যাকাউন্টের ট্রানজাকশন লিমিট বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু সব কয়টি ব্যাংক অ্যাকাউন্টি যদি ভেরিফাই করে রাখেন তবে তা আপনার জন্য ভালো। শুধুমাত্র আপনি যখন উইথড্র দিবেন, তখন ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট তুলে এনে তা স্ক্যান করে অথবা এখন তো প্রায় সব ব্যাংকেরি অনলাইন ব্যাংকিং সেবা রয়েছে, অনলাইন ব্যাংকিংয়ে লগিন করে মানিবুকারস থেকে টাকা রিসিভ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে মেইল করে দিলেই হবে। যেহুতু প্রক্রিয়াটি সহজ, সবগুলো ব্যাংক অ্যাকাউন্টি ভেরিফাই করে রাখা ভালো ১ম বার অই অ্যাকাউন্টে উইথড্র করার পর। ২. সব অ্যাকাউন্টেই সমান ভাবে ট্রান্সফার করা যাবে। এ ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। 2 Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted July 24, 2013 দুটো ব্যাংক একাউন্ট অ্যাড করেছি (অনেক আগেই), কিন্ত Unverified লিখা। এগুলো ভেরিফাই কিভাবে করব? এগুলো রিমুভ করে নতুনভাবে ভেরিফাই করব, নাকি এগুলোকেই ভেরিফাই করা সম্ভব? ভেরিফাই করার জন্য কি কোন এ্যামাউন্ট উইথড্র করতে হবে? আশা করি জবাব দিয়ে বাধিত করবেন। ধন্যবাদ, প্রয়োজনীয় এই পোস্টটি করার জন্য। রিমুভ করতে হবেনা। এগুলোই ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করতে হলে একটি ছোট অ্যামাউন্টের উইথড্র দিতে হবে। প্রাথমিকভাবে $১৫ (নুন্যতম $১৩.২৩) ডলার উইথড্র দিতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার নিয়ম জানতে এই পোস্টে বিস্তারিত তথ্য পাবেন। http://bdpips.com/topic/11895-moneybookers-a-to-z-কৌশল-পর্ব-১-থেকে-৪-all-in-one/ 2 Share this post Link to post Share on other sites
rkraazbd 76 Report post Posted July 24, 2013 এমন একটা পোষ্টের সকলের দরকার ছিল। আপনি তা পূরণ করলেন। ধন্যবাদ তানভীর ভাইকে। 1 Share this post Link to post Share on other sites
HASAN erj 172 Report post Posted July 24, 2013 সময় উপোযগী টপিক ধন্যবাদ তানভীর ভাই 1 Share this post Link to post Share on other sites
prince2 93 Report post Posted July 24, 2013 খুবই কাজের একটি পোস্ট দিছেন ভাই। আমি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট যোগ করলাম। এখন উইথড্র দিবো। লিমিট বাড়ায় রাখি 1 Share this post Link to post Share on other sites
mana 13 Report post Posted July 25, 2013 Bhai, post-er jonnobad , Bank-er swift code ki bank-er main swift code debo naki amar je branch-e account acche tar swift code debo. J-mon, Islamic bank-er main swift cone holo: IBBLBDDH Kindo amader brahmanbaria branch-er swide code holo: IBBLBDDH196 1 Share this post Link to post Share on other sites
shamim777 96 Report post Posted July 25, 2013 nice post and also useful ............ Share this post Link to post Share on other sites
roni 34 Report post Posted July 25, 2013 ধন্যবাদ তানভির ভাই। Share this post Link to post Share on other sites