Recommended Posts
-
Similar Content
-
By Sabuj The Learner
যারা ফরেক্স এ নতুন, ট্রেড শুরু করার জন্যে Neteller and Skrill প্রয়োজন, কোন ভাবেই Neteller অথবা Skrill ম্যানেজ করতে পারছেন না, তারা আমাকে কল করতে পারেন, অথবা ফেসবুকে ইনবক্স করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো Neteller অথবা Skrill ম্যানেজ করে দিতে, যাতে আপনি ট্রেড শুরু করতে পারেন।
Thank You
*-------------**-----***------*-----------*
FB @Sabuj
Call: 0167-52-55-234
Location: Bonosree, Rampura, Dhaka.
-
By Raseltaj
নেটেলার ব্যাবহার করছি অনেক দিন যাবৎ, কোন সমস্যা হচ্ছিল না। ইদানিং কয়েকশ ডলার লেনদেন করছি কোন সমস্যা ছাড়াই। বর্তমানে ১০০ ডলার এ্যাকাউন্টে আছে। এ অবস্থায় আমার এ্যাকাউন্টটি লিমিটেড করে দিয়ছে। আমি ব্যাংক স্ট্যাটমেন্ট দিয়ে ভেরিফাই করার চেষ্টা করেছি,, কিন্তু বার বার ডিকলাইন করছে এবং বলছে অন্য কোন ডকোমেন্ট দিয়ে ভেরিফাই করতে। কিন্ত আমার কাছে অন্য কোন ডকুমেন্টস নাই। এখন আমি কি করতে পরি কেউ এ ব্যাপারে হেল্প করলে আমি উপকৃত হতাম।
-
By তানজিল হোসেন
এটি একটি খুব ভালো মানের ভিপিএন, পিসিতে অথবা ফোনে কোন ঝামেলাহিন ভাবে ব্যবহার করতে পারবেন। নেটেলার অথবা স্ক্রিল ব্যবহারে কোন প্রকার সমস্যা হবে না।
Download SkyVPN to bypass any blocked website and app. Keep surfing activities private and anonymous. Get it at http://www.skyunlimit.net/fcp/?v=1&i=xgX5jl
-
By ahmed oniruddha
নেটেলারে address verification একটি গুরুত্বপূর্ন ব্যাপার । এ বিষয়ে আমার দুটি প্রশ্ন রয়েছে, শুধু আমার বললে ভুল হবে, অনেকেই এই বিষয়টা জানতে চায়। কিন্তু সঠিক উত্তর অনেক সময়ই পায়না এবং ঝামেলায় পড়ে।
## আমার পরিচয়টা দিয়ে নেই। আমার পারমানেন্ট এড্রেস নেত্রকোনা। থাকি ঢাকায় ভাড়া বাসাতে। আমার কোন পাসপোর্ট নেই।এড্রেস ভেরিফিকেশনের জন্যে ব্যাংক স্টেটম্যান্টেই একমাত্র ভরসা। আর ব্যাংক স্টেটম্যান্ট বর্তমান ঠিকানায় করা। আর কিছুদিন আগে স্ক্রিল একাউন্ট টোটাল ভেরিফাই করেছি বর্তমান ঠিকানার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। অর্থাৎ বর্তমান ঠিকানাই ব্যবহার করেছি, স্থায়ী ঠিকানা নয়।
এখন আমার প্রশ্নগুলো নিম্নরুপ----------
১) কিছুদিনের পরে পাসপোর্ট করব। শুনেছি নেটেলারের ভেরিফিকেশন পাসপোর্ট দিয়ে করলে স্ট্রং হয়। । এক্ষেত্রে আমি যদি এখনই নেটেলার একাউন্ট খুলতে চাই বর্তমান ঠিকানা ব্যবহার করে, সেক্ষেত্রে পাসপোর্ট করার পরে কোন ঝামেলায় পরব কিনা? কারন, পাসপোর্টে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইাটাই উল্লেখ থাকে , কিন্তু নেটেলারেতো একটা এড্রেস ব্যবহার করতে হয়।
২) আবার জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়। বাংলায় লেখা বলে হয়তবা নেটেলার, স্ক্রিল এগুলো এড়িয়ে যায়। কিছুদিন পর যখন স্মার্ট কার্ড করবে , তখন তো ইংরেজীতে লিখা থাকবে এবং তারা রিড করতে পারবে। তখন বর্তমান ঠিকানায় করা নেটেলার বা স্ক্রিল একাউন্টগুলো কোন ঝামেলায় পড়বে কিনা?
-