Forex Trader 42 Report post Posted October 19, 2012 ফরেক্স করার জন্য মানিবুকারস(স্কিল) হল সবচেয়ে উত্তম সিদ্ধান্ত অনেকের কাছে মানিবুকারস (স্কিল) হল খুব ঝামেলার এবং কঠিন । কিন্তু মানিবুকারস(স্কিল) হল অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় প্রতিষ্ঠান। আমার নিজের ২৪০০০+ Account Limit আছে । এবং আমার আনে বন্ধুকে ২০০০০+ Account Limit বানিয়ে দিয়েছি। কি ভাবে মানিবুকারস (স্কিল) এর Account open , letter verification, Bank verification এবং Limit বাড়াতে হয় তা আমি আমার লেখার মাধ্যমে তুলে ধরব । মানিবুকারস কতটা জনপ্রিয় : মানিবুকারস ইউরোপের একটি অন্যতম প্রধান অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান। এটি যুক্তরাজ্যের দ্রুত প্রসারমাণ প্রাইভেট টেকনোলজি কোম্পানির মধ্যে প্রথম দশের মধ্যে রয়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি ঘটছে। এর বাৎসরিক লেনদেনের পরিমাণ ৩.৫ বিলিয়ন ইউরো এর উপর। ২০০৮ সালে প্রতিষ্ঠানটিকে আগের বছরের তুলনায় দ্বিগুণ লাভ করেছে, যা একে বিশ্বের একটি সফল অর্থ লেনদেনের প্রতিষ্ঠানে পরিণত করেছে। বর্তমানে মানিবুকারসের নব্বই লক্ষ একাউন্ট হোল্ডার রয়েছে। এটি বাংলাদেশসহ বিশ্বের দুইশতটিরও বেশি দেশে ৮০ প্রকারের অর্থ লেনদেনের সুবিধা প্রদান করে। ৪৫ হাজারেরও বেশি মার্চেন্ট প্রতিষ্ঠান মানিবুকারের মাধ্যমে অনলাইনে সার্ভিস দিয়ে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে eBay.com, Skype.com, GetAFreelancer.com, MochiMedia.com এবং ThemeForest.com ছাড়াও বিভিন্ন ফরেক্স কোম্পানি । মানিবুকারস কতটা জনপ্রিয় তার একটি দৃষ্টান্ত হচ্ছে, বর্তমানে প্রতিদিন ১২ হাজারের উপর নতুন ব্যবহারকারী মানিবুকারসে রেজিষ্ট্রেশন করে। মানিবুকারসকে ধরা হয় পেপালে প্রধান বিকল্প হিসেবে। বিশেষ করে যেসকল দেশে পেপালের কোন সাপোর্ট নেই সেসব দেশের জন্য মানিবুকারস একটি আদর্শ মাধ্যম। এটি পেপালের মতই নিরাপদ, দ্রুত এবং সাশ্রয়ী অর্থ লেনদেনের পদ্ধতি। এর মাধ্যমে একজন ব্যবহারকারী থেকে অপর আরেকজনের কাছে মূহুর্তের মাধ্যে অর্থ লেনদেন করা যায়। এতে খরচ পড়ে সর্বোচ্চ ০.৫ ইউরো। অর্থ লেনদেনের জন্য প্রাপকের নাম বা ব্যাংক একাউন্ট কিছুই জানার প্রয়োজন নেই, কেবল তার ইমেইল ঠিকানাটিই যথেষ্ঠ। মানিবুকারস দিয়ে খুব সহজেই ২০ হাজারের উপর ইকমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করা যায়। মানিবুকারসকে আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করে আপনি নিজেই একটি ইকমার্স সাইট চালু করতে পারবেন। বর্তমানে বেশিরভাগ ফ্রিল্যান্সি মার্কেটপ্লেসে মানিবুকারস সাপোর্ট করে। এক্ষেত্রে তুলনামূলকভাবে কম খরচ পড়ে, মাত্র ১.৯%। /ফরেক্স কোম্পানি ছাড়া কোন ব্যক্তি থেকে অর্থ গ্রহণের জন্য কোন ফি দিতে হয় না। মানিবুকারসের একাউন্ট থেকে নিজের ব্যাংকে টাকা নিয়ে আসতে মাত্র ২.৬৫ ডলার খরচ পড়ে। রেজিষ্ট্রেশন করার পদ্ধতি: Important Note : ০১. একই নামে ২ টা Account খুলবেন না। ০২. একই PC থেকে একই সময়ে ২ Account Login করবেন না মানিবুকারস এ রেজিষ্ট্রেশন অত্যন্ত সহজ, যা কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। to open a account use this link https://www.moneybookers.com/app/?rid=33070479 নিচের মত ছবি আসবে: M 01. For Consumers Sign Up করেন। নিচের মত ছবি আসবে। M 02. Personal Account Sign Up করেন। নিচের মত ছবি আসবে। M 03. ছেলে হলে mr. মেয়ে হলে miss লিখুন। M 04. First Name লিখুন। M 05. Last Name লিখুন। ( ***এখানে নিজের নাম ও Bank account নাম same হতে হবে। যা Bank verification এর সময় কাজে লাগবে ) M 06. নিজ Country লিখুন Bangladesh হলে Bangladesh লিখুন। M 07. বাসার address লিখুন post code ছাড়া ( *** বাসার ঠিকানা ভাল মত লিখুন letter verification এ কাজে লাগবে। চিঠি আসবে এই ঠিকানায় ) M 08. State লিখুন। M 09. Post code লিখুন। M 10. City or Town লিখুন। M 11. No লিখুন। M 12. Phone number লিখুন। M 13. Mobile number লিখুন। ( *** Forgot password code আসবে ।) M 14. Date of birth লিখুন। ( *** এটাই আপনার Password হবে। প্রতি transaction এ এটা লাগবে।) M 15. USD (US dollar) লিখুন। M 16. English লিখুন। M 17. Email Address লিখুন। (*** ভাল Email Address ব্যবহার করুন ) M 18. Email confirm করুন। M 19. Pass word লিখুন। M 20. Password Confirm করুন। M 21. Security Code Number লিখুন। আপনার Moneybookers Account হয়ে গেল। এখন আপনার Email এ যান এবং Email confirm করুন। ঠিকানা যাচাই করা: মানিবুকারসের সম্পূর্ণ সুবিধা পেতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। মানিবুকারসের নিরাপত্তা জোরদার করার জন্য এটি প্রত্যেক ব্যবহারকারীকে তিনটি পদ্ধতিতে যাচাই করে থাকে।এগুলো হচ্ছে ১. ঠিকানা যাচাই, ( ৪০০০+Limit পাবেন ) ২. ব্যাংক একাউন্ট যাচাই ( ২০০০০ + Limit পাবেন ) ৩. এবং ক্রেডিট/ডেবিট কার্ড যাচাই। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ঐচ্ছিক, তবে প্রথম দুটি অবশ্যই সম্পন্ন করতে হবে। লগইন করার পর My Account পৃষ্ঠায় Account Status অংশ থেকে Address Verify লিংকে ক্লিক করুন। পরবর্তী পৃষ্ঠায় আপনার ঠিকানাটি দেখাবে, এরপর "Send me a verification letter" বাটনে ক্লিক করুন। মানিবুকারস আপনার ঠিকানায় একটি চিঠি পাঠাবে। চিঠিটি আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। চিঠিতে আপনাকে ছয়টি সংখ্যার একটি কোড পাঠানো হবে। কোডটি পাবার পর সাইটে লগইন করে "My Account" > "Profile" পৃষ্ঠায় গিয়ে আপনার ঠিকানার পাশের "Verify" লিংকে ক্লিক করুন। তারপর সেই কোডটি জমা দিন। এরপর আপনি মানিবুকারসের মাধ্যমে অর্থ লেনদেন শুরু করতে পারবেন। আপনি ঠিকানা যাচাই করলে ৪০০০+Limit পাবেন। কিন্তু Bank Account Verification না করে বড় লেনদেন করবেন না। ব্যাংক একাউন্ট যাচাই মানিবুকারস থেকে আপনার ব্যাংকে অর্থ উত্তোলন করতে হলে My Account থেকে প্রথমে একটি ব্যাংক যোগ করে নিন। এক্ষত্রে আপনারব্যাংকের SWIFT কোড, আপনার ব্যাংক একাউন্ট নাম্বার ইত্যাদি দিতে হবে। মানিবুকারসে ব্যাংক একাউন্ট যোগ করার সাথে সাথে আপনিব্যাংকে অর্থ উত্তোলন করতে পারবেন। তবে এক্ষেত্রে মানিবুকারস আপনার ব্যাংক একাউন্টটি যাচাই করতে বলবে। ব্যাংক একাউন্ট যাচাই করারজন্য ব্যবহারকারীর ব্যাংক থেকে মানিবুকরসের একাউন্টে সামান্য পরিমাণ অর্থ (৫ থেকে ১০ ডলার) প্রেরণ করতে হয়। তবে বাংলাদেশেরআইনের জন্য কোন ব্যাংক থেকেই মানিবুকারসে কোন টাকা পাঠাতে পারবেন না। এক্ষত্রে নিচের পদ্ধতিটি অনুসরণ করুন - ০১. মানিবুকার্স এ আপনার Bank account এ add a click করুন ০২. নিজের Bank এর SWIFT code টি লিখেন এবং Bank account টি ঠিক মত লিখেন। ০৩. মানিবুকার্সে এ প্রথমে আপনি ১৫ $ এর নিচে ১৩ $ এর উপরে পাঠান( এটা আপানার ব্যাংক একাউন্ট এ আসতে ৪/৫ দিন লাগতে পারে ) ০৪. আসার পর ব্যাংক থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে স্ক্যানিং করে নিন ০৫. এরপর [email protected] ঠিকানায় ইমেইল এটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন। Email : [email protected] Subject : Manual Bank Account Verification ই-মেইল এর Body এমন হতে পারে...... Sir, Hope every thing is fine. Sir it is not possible to uplode fund from Bangladesh due to Bangladesh Bank policy, that's why I attached my bank statement (withdraw prove from MoneyBookers) with this email to verify my moneybooker account manually and also increase my limit. My E-mail: ------------- Customer Id : --------------- Name : .......... Regards যাদের Online Banking আছে তারা নিচের bank statement এর মত Scene short পাঠালেও হবে। তখন ব্যাংক থেকে bank statement আনতে হবে না Attach bank statement Doc. ইমেইল পাঠানোর ১ থেকে ২ দিন এর মধ্যে আপনি মানিবুকারস থেকে ইমেইল পাবেন। সবকিছু উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী করতে পারলে মানিবুকারস কর্তৃপক্ষ আপনার ব্যাংক একাউন্টটি নিশ্চিত করে নিবে। এরপর আপনি মানিবুকারসের সকল সুবিধা নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করতে পারবেন। Need Help : Mobile: 01671850548 Skype: Forextrader0183 19 Share this post Link to post Share on other sites
Forex Trader 42 Report post Posted October 19, 2012 post টা এই ভাবেই রাখার জন্য তানভির ভাই কে অনুরোধ করছি 2 Share this post Link to post Share on other sites
ABS HASAN 21 Report post Posted October 20, 2012 bro ami jodi sudhu bank account varification kori, home address na kori ntahole ki taka bank er madhome withdraw korte parbo? or ami home address varification select kori and amar kache jodi cithi na ase tokhon ami ki korbo? 1 Share this post Link to post Share on other sites
Forex Trader 42 Report post Posted October 20, 2012 sob kesu korta parban , chite na aslay o kono problem ni , bank v. koran 20000 Limit holai hoba , Share this post Link to post Share on other sites
arashid 1 Report post Posted October 21, 2012 খুবই ভাল লাগল। বিশেষ বিশেষ ধন্যবাদ। আমরা যারা নতুন এই জগতে তাদের জন্য খুবই চমতকার পোষ্ট। আবারো ধন্যবাদ। 1 Share this post Link to post Share on other sites
Pritikanta Roy 0 Report post Posted November 7, 2012 Hello, My friend, I have done it after read your comment. Hope this post will help us to encrease our Moneybookers account transaction limit.. Thanks again.. Pritikanta Roy.... Share this post Link to post Share on other sites
Hasan Feroj 0 Report post Posted November 17, 2012 Forex trader @ vai only bank account verification kore, address verification na kore ki money withdraw kora jabe? And 20000 limit mane ki? Aktu bujhie bolben? Sorry for my silly question. Share this post Link to post Share on other sites
Forex Trader 42 Report post Posted November 19, 2012 call me Mobile: 01671850548 Skype: Forextrader0183 thanks Share this post Link to post Share on other sites
Forex Trader 42 Report post Posted December 25, 2012 আজ কিছু দিন ধরে শুনতে ছি যে moneybookers,verify account গুলো close করে দিচ্ছে। কিন্তু moneybookers কোন কারন ছাড়া এটা করতে পারে না। সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে , letter verification, Bank verification, card verification করা থাকলেও moneybookers নিচের কারন গুলোর জন্য আপনার account Close করতে পারে। 01. Tobacco products 02. Prescription drugs 03. Drugs and drug paraphernalia 04. Weapons (including without limitation, knives, guns, firearms or ammunition) 05 Satellite and cable TV descramblers 06. Pornography, adult material, material which incites violence, hatred, racism or which is considered obscene 07. Government IDs and licences including replicas and novelty items and any counterfeit products 08. Unlicensed or illegal lotteries or gambling services (including without limitation the use of or participation in illegal gambling houses) 09. Unregistered charity services 10. Items which encourage or facilitate illegal activities 11. Prepaid debit cards or other stored value cards that are not associated with a particular merchant and are not limited to purchases of particular products or services 12. Third party processing or payment aggregation products or services 13. Multi-level marketing, pyramid selling or ponzi schemes, matrix programmes or other “get rich quick” schemes or high yield investment programmes 15. Goods or services that infringe the intellectual property rights of a third party. 16. Un-coded/miscoded gaming 17. Timeshares or property reservation payments (On and Off Plan) নিজের নামে ২টা Account খুললে ২ টাই Close করবে। 7 Share this post Link to post Share on other sites
Emdadul 4 Report post Posted May 23, 2013 please vai aktu help koren.Forex Trader vai apne ja ja bolsen ame tai e korase.address verify hoia sa but bank verify korar jonno mail send kore but moneybookers thaka amak ai mail desa .akon amak bollen ame ke korbo? Dear MD. EMDADUL HAQUE, Thank you for contacting Skrill. We appreciate the information and document provided. Further to your request, we kindly inform you that unfortunately we can not verify your bank account based on the bank statement you sent us, as it does not contain Skrill as sender of the funds. Therefore, please contact your bank and ask them to provide you with a full SWIFT message of the respective withdrawal and provide us with it along with: - a colour copy (scan or a camera image) of both sides of your valid official identification document which must include a picture (for example, identity card, passport or driving licence). please vai help me. Share this post Link to post Share on other sites
shamim777 96 Report post Posted June 21, 2013 amar broker id name and moneybookers account name alada to ami ke withdraw korte parbo....... r jodi na pari taholeke kora jete pare....... dhoren amar broker id name md. shamim and moneybooker id name md. musfik..... Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,361 Report post Posted June 21, 2013 amar broker id name and moneybookers account name alada to ami ke withdraw korte parbo....... r jodi na pari taholeke kora jete pare....... dhoren amar broker id name md. shamim and moneybooker id name md. musfik..... ভাল রেগুলেটেড ব্রোকার হলে পারবেন না। নাম একই থাকতে হবে। 1 Share this post Link to post Share on other sites
shamim777 96 Report post Posted June 22, 2013 ভাল রেগুলেটেড ব্রোকার হলে পারবেন না। নাম একই থাকতে হবে। thanks tanvir vai..... asole amar mayzus account name md. musfik and amar moneybookers account name md. shamim. tahole ke amak arek ta moneybookers account korte hobe md. musfik name dia right......?? Share this post Link to post Share on other sites
shamim777 96 Report post Posted June 27, 2013 aj moneybookers theke akta chithi pelam and code ta dia address verify korlam. next bank varify korte hobe????? accha bank verify chara ami transection korte parbo to tai na........??? arlimit ta clear bujhi nai... jemon amar limit 4000 that means ami 3 month e 4000 transection korteparbo ar 4th month e amo kekorbo plz janaben.......... Share this post Link to post Share on other sites
needmoney 529 Report post Posted June 28, 2013 @shamim777 4th month theke poroborti 3 month again 4000 use korte parben, That means every 3 month period. 3 Share this post Link to post Share on other sites