Search the Community
Showing results for tags 'usd'.
Found 2 results
-
গত সপ্তাহ ইউরোডলারের জন্য ছিল বেশ দোদুল্যমান। দ্রাঘি, মিউচিন এবং ট্রাম্প সবাই মার্কেট কাঁপিয়েছে। কিছুদিন আগে আমরা ২টি বিখ্যাত রিসার্চ ফার্মের অ্যানালাইসিস প্রকাশ করেছিলাম যে ইউরোডলারের পরবর্তী গন্তব্য কোনদিকে হতে পারে। সেখানে ING রিসার্চ অ্যানালিস্টরা বলেছিলেন যে ইউরো-ডলারের ১.২৫ প্রাইসে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর তা সত্যি প্রমানিত হল ২৫ জানুয়ারি। ইউরোডলার ১.২৫ এর ঘর ছাড়িয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। ২০১৪ সালের পর আবার পেয়ারটি ১.২৫ এর ঘরে পা রাখলো। দ্রাঘির বক্তব্যের উল্টো প্রভাবে ইউরোর প্রাইস বাড়লেও ডলারের কারণে তা আবার ১.২৫ এর নিচে চলে এসেছে। সোমবার পেয়ারটি কমে ১.২৩ এর ঘরে গেলেও আবার এখন ১.২৪ প্রাইসে ট্রেড হচ্ছে। ডলার শক্তিশালী হওয়ায় প্রাইস কিছুটা কমেছিল, তবে ইউরোর সামনে আরও শক্তিশালী হয়ে ১.২৭ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলছেন অনেক বিশেষজ্ঞরা। TD রিসার্চ অ্যানালিস্টদের মতে ইউরো খুব শীঘ্রই ১.২৭ প্রাইসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতিবারের ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের মিটিংয়ের পর ইউরো বছরের নতুন রেকর্ড প্রাইসে উঠেছে। তাদের মতে ইউরোর প্রাইস বৃদ্ধি আটকে রাখা আর সহজ হবে না। ইসিবিও বর্তমান অবস্থায় ইউরোর সম্পর্কে ডোভিশ (নেগেটিভ) মনোভাব দেখার সুযোগ আর পাবে না। TD রিসার্চ দলের মতে ইউরো ডলারের বিপরীতে খুব সহজেই ১.২৭ প্রাইসে চলে যাবে, এবং এ পথে তারা তেমন বাঁধা দেখতে পাচ্ছেন না। জনপ্রিয় BTMU রিসার্চ দলও ইউরোডলার সম্পর্কে একই মনোভাব ব্যক্ত করেছে। তাদের মতে মার্কেট বুল্লিশ মনোভাবে রয়েছে। আর এই বুল্লিশ মনোভাবই ইউরোকে ডলারের বিপরীতে ১.২৭ এ নিয়ে যাবে সহজেই। আর কোন কারণে নিচে নামলেও ১.২২ এর নিচে নামার কোন সম্ভাবনা আপাতত তারা দেখছেন না। ডলার কিছুটা শক্তিশালী হলেও তা সামনে খুব একটা প্রভাব রাখতে পারবেন না বলে তারা মনে করেন। BTMU রিসার্চ দল আরও বলেন, ইউরোডলার ১.২৫ এ রেসিস্ট্যান্স মোকাবেলা করতে পারে। তবে তা কাটিয়ে যেতে পারলেই ১.২৭ এর পথ সুগম। ১.২৭ ছাড়িয়ে গেলে ইউরোডলারের ১.২৯ প্রাইসে যাওয়ার পরবর্তী সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রায় সকল মার্কেট বিশ্লেষণকারীরাই আপাতত ইউরো সম্পর্কে ইতিবাচক ভাবছেন। স্বল্পমেয়াদী প্রাইস কমলেও দীর্ঘমেয়াদীভাবে ইউরো ডলারের বিপরীতে আরও শক্তিশালী হবে তাই তাদের প্রত্যাশা। তবে কি EUR/USD পারবে ১.২৭ ছাড়াতে? সময় এবং মার্কেটই বলে দিবে সে কথা। EUR/USD এর পরবর্তী গন্তব্য সম্পর্কে আপনি কি ভাবছেন?
-
আজকের EUR/USD, GBP/USD, USD/JPY(২৯ মার্চ ২০১৩ টেকনিক্যাল আউটলুক)
TOMAL2 posted a topic in ট্রেডিং আইডিয়া
BDPIPS এর আভ্যন্তরীণ সমস্যার কারনে সকালে পোস্টটি দিতে না পারায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। EUR/USD ডেইলি আউটলুক ২৯ মার্চ ২০১৩ আনাল্যসিস এ খুব একটা পরিবর্তন আসেনি আজ, গতকাল এর মতই থাকছে। EUR/USD এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে high 1.3711 Feb 1. পরবর্তীতে হয়তো আরও Decline হতে পারে তবে এর পূর্বে কিছুটা ডাউন ট্রেন্ড consolidation দেখা যেতে পারে। Consolidation শেষে টার্গেট হতে পারে 1.2700 zone. Resistance রয়েছে 1.2900 প্রাইসে যার ক্লিয়ার আপ সাইড ব্রেক নতুন ট্রেন্ড শুরু করবে তবে ব্রেক না হলে আশা করছি মার্কেট বেয়ারিশ মুভমেন্টে থাকবে। <h2> GBP/USD ডেইলি আউটলুক ২৯ মার্চ ২০১৩</h2> 4H চার্টে সাপোর্ট লাইন কে টেস্ট করে GBP/USD 1.5093 প্রাইস থেকে Rebound করে অনেকটা উপরে উঠেছে। 4H চার্টে সাইকেল বোটম তৈরি করেছে যা সাপোর্ট কে আরও শক্তিশালী করেছে। তাই এখন শুধু আপ ট্রেন্ড Expect করছি এবং পরবর্তী টার্গেট হতে পারে 1.5300 প্রাইস জোন। অপরদিকে 1.5093 এর ক্লিয়ার ব্রেক Consolidation কমপ্লিট এর সিগন্যাল দিবে এবং ডাউন ট্রেন্ড পুনরায় শুরু করবে।