-
Content count
5 -
Joined
-
Last visited
-
Days Won
2
Hasinoor Rahman last won the day on May 27 2018
Hasinoor Rahman had the most liked content!
Community Reputation
4 NeutralAbout Hasinoor Rahman
-
Rank
I Love Forex
- Birthday বুধবার 03 ফেব্রু 1993
Profile Information
-
Gender
Male
-
লোকেশন
Pabna
Recent Profile Visitors
449 profile views
-
ahmed oniruddha started following Hasinoor Rahman
-
Hasinoor Rahman started following ahmed oniruddha
-
না আর হচ্ছে না। আগে এত পড়ালেখা না করিয়াও ১০০০ ডলার রে ৫০০০ বানাইলাম। আর এখন ২০০ ডলার রে বানাইয়া ফেললাম ২০০ সেন্ট। কোন এক বিখ্যাত ট্রেডার এর কাছে যাইতে হইবে। শুরু করলাম ফেসবুকে ট্রেডারের খোজ। ইনবক্স এ নক করলাম, রিপ্লাই পাইলাম পরের দিন। বুঝিলাম ইনি অতি ব্যাস্ত মানুষ, সময়ের মূল্য অনেক। তার কাছে কিছু জানতে চাইলাম, তিনি বলিলেন শনি/রবি বার ছাড়া তিনি সময় দিতে পারিবেন না। আমি তাহাকে বলিলাম শনিবারেই তার সাথে দেখা করিতে চাই। তিনি অনেক সময় পর রিপ্লাই দিলেন, সাথে এও বলিয়া দিলেন ১ ঘন্টার বেশি সময় দিতে পারিবেন না। শনিবারে গেলাম তার কাছে। তাকে সব কিছু বলার পর তিনি বলিলেন "তোমার ভাগ্য তো এখন হাইয়ার লো (HL) তে আছে। " তাহার একখানা কথা শুনিয়াই বুঝিতে পারিলাম যে তাহার রক্তে মিশিয়া আছে ফরেক্স। মনে মনে সংকল্প করিলাম সেই মুহুর্তেই "যে কোন ভাবেই তাহার থেকে ফরেক্স এর বিদ্যা নিতে হইবে"। তাহার কাছে কিছু উপদেশ চাইলাম, তিনি যাহা বলিলেন তাহার সারমর্ম দাড়াইলো "ফ্রি ইন্ডিকেটর এর মোহে পরিওনা বাছা, টাকা দিয়ে ইন্ডিকেটর কিনিলে তবেই না মিলিবে টাকা।"। আমি এতক্ষনে তাহার সাথে কথা বলিতেছিলাম এক চায়ের দোকানে বসিয়া। তিনি অনেক আগেই চায়ের অর্ডার দিয়েছিলেন কিন্তু কোন এক অজানা কারনে চা আসিতেছিলো না আমাদের কাছে। আমাকে ফিরিতে হইবে। চায়ের দোকানে বসে ৪ ঘন্টা কাটিয়ে ফেলেছি, এর মাঝে অনেকবার তাহার মোবাইলে রিংটোন বাজিতে শুনিয়াছি, কিন্তু তিনি কারো কল ই রিসিভ করেন নাই। আমি তাহাকে বলিলাম "ভাই সাহেব এবার আমাকে উঠিতে হইবে" তিনি আমাকে আরো কিছুক্ষন বসিতে বলিয়া চায়ের দোকানিকে কানে কানে কিছু বলিয়া আসিলেন। তাহার ৫-৭ মিনিট পর চা আসিলো। আমরা চা পান করে দোকান থেকে বের হইয়া যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এর মাঝে তিনি আমাকে বিদায় জানাইয়াছেন। আমি CNG তে উঠতে গিয়ে আমার মোবাইলের কথা মনে হইলো। আমি চায়ের দোকানের টেবিলের উপর মোবাইল রাখিয়া চলিয়া আসিয়াছি। তাই আবার ফিরলাম সেই চায়ের দোকানে। চায়ের দোকানিকে মোবাইলের কথা বলতেই তিনি মোবাইলটা বের করে দিলেন। আমি ভাবিলাম আর এক কাপ চা আর একটা সিগারেট খাইলে মন্দ হয় না। চায়ের অর্ডার দিয়ে সেই সাথে একটা সিগারেট চাইলাম। দোকানি ২-৩ মিনিটের মাথায় চা নিয়ে আসিলো, তারপর সিগারেট আনিয়া আমার হাতে দিয়া বলিলো "ভাই আপনি যাহার সাথে এখানে আসিয়াছিলেন তাহার থেকে সাবধান থাকিবেন, তিনি প্রতিদিন লাখ টাকা ইনকাম করিলেও চায়ের দোকানের বাকি পরিশোধ করার মত টাকা আজও ইনকাম করেছেন কিনা সেটা আমার জানা নাই, আর যাহারা এতক্ষনে তাহাকে ফোন দিতেছিলো তাহারা কেউ কিছু শেখার জন্য ফোন দিতেছিলো না, বরং তাহার কাছ থেকে পাওনা টাকা চাহিবার জন্য ফোন দিতেছিলো"। অতঃপর চায়ের দোকানদার কে বিল পরিশোধ করে একটা ধন্যবাদ দিয়ে চলিয়া আসিলাম। আর বুঝিতে পারিলাম আমি HL তে থাকিলেও তিনি LL এর ও অনেক নিচে আছেন। সম্ভবত তাহার মার্জিন কলে ট্রেড ক্লোজ হইতে আর বেশি দেরী নাই। বিঃদ্রঃ একান্তই কাল্পনিক। আমার বাস্তব জীবন এর উলটো।
-
Hasinoor Rahman started following Imran Ruman
-
Imran Ruman started following Hasinoor Rahman
-
৩৬০ ঘন্টা ফরেক্স স্টাডি ও ১০০ ঘন্টার আলোচনা এবং আমার অভিজ্ঞতা
Hasinoor Rahman replied to Hasinoor Rahman's topic in সাধারণ ট্রেডিং আলোচনা
হ্যা, সবসময় ইতিহাস পুনরাবৃত্তি ঘটে না, কখনো কখনো নতুন ইতিহাসও রচনা হয়, কিন্তু প্যাটার্ন মেনে চলে। -
৩৬০ ঘন্টা ফরেক্স স্টাডি ও ১০০ ঘন্টার আলোচনা এবং আমার অভিজ্ঞতা
Hasinoor Rahman posted a topic in সাধারণ ট্রেডিং আলোচনা
আসসালামু আলাইকুম। আমি একজন নতুন ট্রেডার। ফরেক্স মার্কেট এ আমার বিচরন অল্প কিছুদিন। এখানে অনেকেই আছেন যারা আমার ফরেক্স এর জীবন যত ঘন্টা তার বেশি মাস ধরে ফরেক্স এর সাথে আছেন। তবুও এই ছোট অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার দুঃসাহস করলাম। যাই হোক পয়েন্ট গুলো আগে বলে নেই। My best friend is trend Money Management is my safety Market Analysis Selecting Trading strategy / Developing Trading Strategy My best friend is trend তো যাই হোক। ফরেক্স এ টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ড এর সাথে চলতে হবে। ট্রেন্ড বুঝতে হবে আপনাকে। কখনো ট্রেন্ড সম্পর্কে আইডিয়া না করাই ভালো, অর্থ হচ্ছে ট্রেন্ড একদিকে যাচ্ছে অথচ আপনি ভাবছেন ট্রেন্ড পরিবর্তন হবে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ট্রেন্ড পরিবর্তন হয় না। যখন আপনি ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত নন তখন ট্রেড করা থেকে বিরত থাকুন। আবার আপনি ট্রেন্ড এর মাঝে সুইং দেখতে পাবেন, ধরা যাক একটি আপট্রেন্ড মার্কেট চলছে, আপনি এই ট্রেন্ড এর কোন একটি Higher High থেকে ট্রেড করতে চাচ্ছেন অল্প কিছু পিপ এর আশায়। আপনি খুব বেশি অভিজ্ঞ না হলে এই কাজটি থেকে বিরত থাকুন। ট্রেন্ড এর বিপরীতে কখনোই ট্রেড করবেন না। Money Management is my safety নতুন ট্রেডারদের মাঝে এই একটি প্রবনতা অনেক বেশি দেখা যায় যে Money Management নিয়ে চিন্তাই করে না। আপনি হয়ত 1000$ নিয়ে ট্রেড শুরু করলেন। আপনি এক্ষেত্রে কত লটের ট্রেড দিবেন সেটা আপনাকে ভাবতে হবে। আপনি প্রথমে মার্কেটে টিকে থাকতে শিখেন লাভ আসবেই। কম লাভ এর চিন্তা করে অল্প লটের ট্রেড দেন আমি এক্ষেত্রে 0.25$ এর ট্রেড দেবো। এতে কি হবে? হয়ত আমি লাভ কম করবো কিন্তু একবছর আমার ট্রেড লোকসানে থাকলেও আমার ট্রেডটি লোকসানে শেষ করতে হবে না, এবং আমি আরেকটি ট্রেড শুরু করতে পারবো। Market Analysis অনেক ট্রেডার আছেন যাদের কাছে Technical Analysis সর্বোত্তম। আবার Fundamental Analysis যারা করেন তারা Technical Analysis এর কোন গুরুত্তই দেন না। আবার অনেকে Sentimental Analysis করেন। এই অল্প কিছুদিনে যা বুঝলাম তা হলঃ কোন নির্দিষ্ট Market Analysis ই শতভাগ লাভের নিশ্চয়তা দেয় না। একজন ভাল ট্রেডার Technical Analysis এবং Fundamental Analysis এর সমন্বয়ে Market Analysis করেন। আর Sentimental Analysis টা সময়ের সাথে সাথে নিজের আয়ত্বে চলে আসবে। শুধু আপনাকে ততদিন পর্যন্ত মার্কেট এ টিকে থাকতে হবে যতদিন না Sentimental Analysis আপনার আয়ত্বে না চলে আসে। Market Analysis এর জন্য আপনাকে প্রচুর পড়তে হবে, আর চার্ট এ সেগুলো মিলিয়ে দেখতে হবে। Selecting Trading strategy / Developing Trading Strategy এই বিশাল forex market এ আপনি অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন। যেখানে যে স্ট্র্যাটেজি দেখবেন পড়ার সময় মনে হবে এই বুঝি পেয়ে গেলাম ফরেক্স এ কোটিপতি হবার চাবি। একেকটা ট্রেডিং স্ট্র্যাটেজিতে বিভিন্ন ধরনের Indicator পাবেন। এই সব Indicator আর সাথে দেয়া স্ক্রিনশট দেখে আপনার মনে হতেই পারে এই বুঝি হয়ে গেলেন ফরেক্স এর জোতিষি বাবা। একটা কথা ভেবে দেখুন forex forum গুলোতে আপনি যখন পড়া শুরু করেছেন তার অনেক আগেই অনেকে পোষ্ট করেছে অনেকে কমেন্ট করেছে। যদি কোন স্ট্র্যাটেজি এরকম খুব ভাল হত তাহলে এত forum এর দরকারই হতো না। আপনি যখন শিখছেন তখন একেকটি ট্রেডিং স্ট্র্যাটেজি এর জন্য আলাদা আলাদা ভাবে সময় দিন। একসাথে দুইটি স্ট্র্যাটেজি নিয়ে ২ টি ট্রেড দিবেন না। আবার প্রথমেই দুইটি নতুন স্ট্র্যাটেজি এর সমন্বয়ে ট্রেড দিবেন না। আগে প্রত্যেকটি স্ট্র্যাটেজি দিয়ে আলাদা ভাবে ট্রেড করে স্ট্র্যাটেজি টি দেখুন, যদি ভাল ফল পান তাহলে আরেকটি স্ট্র্যাটেজির সাথে সমন্বয় করে আরো ভাল ফল এর জন্য চেষ্টা করুন। নতুন কোন ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনার রিয়েল অ্যাকাউন্টে ট্রেড দিবেন না, আগে ডেমো অ্যাকাউন্টে স্ট্র্যাটেজি টা পরিক্ষা করে দেখেন। কারন সব স্ট্র্যাটেজিই কখনো কখনো ভাল ফল দেয়। আবার কিছু কিছু ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে দেয়া indicator গুলো Repaint করে এমনভাবে যেনো আপনি আগের চার্ট এর সাথে মিলিয়ে দেখবেন সাগের ইতিহাস বলছে অনেক ভাল কাজ করে, কিন্তু ট্রেড দিতে গেলেই বুঝবেন আসলে কতটা ভালো। তাই একটি স্ট্রাটেজিতে কমপক্ষে ৫ টি ট্রেড করেন, যদি ৪ টি ট্রেড ভাল ফল দেয় তাহলে সেটি নিয়ে আরো ১০ টি ট্রেড করেন, এবারে দেখেন মোট ১৫ টি ট্রেডের মাঝে কমপক্ষে ১২ টি ট্রেড ভাল ফল দিয়েছে কি না, যদি ভাল ফল দেয় তাহলে এটিই হতে পারে আপনার জন্য সর্বোত্তম স্ট্র্যাটেজি। নিচের স্ক্রিনশট টি দেখুন লক্ষ্য করলে দেখবেন, মার্কেট প্যাটার্ন মেনে চলে। ইতিহাস পুনরাবৃত্তি হয়। অর্থনীতির ভাষায় একটা কথা আছে পূজিবাদ সমাজ উন্নতির সর্বোচ্চস্তরে পৌছায় আবার এর সর্বোচ্চ উন্নতির কারনেই কোন একসময় সর্বোনিম্ন স্তরে চলে আসে। খুজে বের করার চেষ্টা করেন মার্কেট এর প্যাটার্ন, ইতিহাসগুলো মনে রাখুন। আপনার সবগুলো ট্রেডিং এর স্ক্রিনশট রাখুন আর সেগুলো বার বার দেখুন। আজ আপনার একটি লস ট্রেড ভবিষ্যতের অন্ধকার সময়ে আপনাকে লাভ এর পথে এগিয়ে যাওয়ার আলো দেখাবে। -
আমি সম্পুর্ণ নতুন ট্রেডার। কিছু কথা জানতে চাই।
Hasinoor Rahman replied to Hasinoor Rahman's question in প্রশ্ন এবং উত্তর
ধন্যবাদ মুনিম ভাই। 7d চার্ট দেখে ১ দিনের চার্ট এ ট্রেড করলে কি প্রতিদিন গড়ে ৩০ পিপ লাভ করা যাবে? -
আমি সম্পুর্ণ নতুন ট্রেডার। কিছু কথা জানতে চাই।
Hasinoor Rahman posted a question in প্রশ্ন এবং উত্তর
আসসালামু আলাইকুম। শুরুতেই বলেছি আমি সম্পুর্ণ নতুন ট্রেডার। প্রায় চারমাস আগে আমার এক বড় ভাই কে ট্রেড করা দেখে ফরেক্স সম্পর্কে আগ্রহ হয়। তখন বড় ভাইয়ের কাছ থেকে সামান্য কিছু জেনে একটা ডেমো অ্যাকাউন্ট খুলি। আমি এখন পর্যন্ত শর্ট ট্রেড করি। সুইং ট্রেড পদ্ধতিতে শর্ট ট্রেড করি। আমি সাধারনত Daily & 4 hour চার্ট দেখে মার্কেট ট্রেন্ড অনুযায়ী 15 min. এর চার্ট এ সুইং ট্রেড করি। আমি অন্য কোন পেশার পাশাপাশি ফরেক্স করতে চাই না, বরং আমি শুধু এটাই করতে চাই। ধরা যাক আমার অ্যাকাউন্টে ১০০০ ডলার আছে, এক্ষেত্রে আমি ১ ডলার এর ট্রেড দিচ্ছি GBPUSD মার্কেট এ। আমার প্রতিদিনের টার্গেট থাকে ৩০-৪০ পিপ লাভ করা। এবং এটাই আমার সবসময়ের টার্গেট। গত তিনমাসে এই পদ্ধতিটা আমার কাছে ভাল লাগছে। যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে ভালো কিছু সাজেশন চাচ্ছি, যেনো আমি আমার লাভ এর টার্গেট অপরিবর্তিত রেখে ঝুকি কমাতে পারি। এছাড়াও যদি অন্য কোন উপদেশ দিতে চান ছোট ভাই মনে করে তাহলে কৃতজ্ঞ থাকবো। বিঃদ্রঃ আমি শর্ট ট্রেড করলেও লং চার্ট এর মার্কেট ট্রেন্ড এর বিপরীত এ ট্রেড করি না।