-
Content count
57 -
Joined
-
Last visited
-
Days Won
3
mehbubmhb last won the day on July 12 2014
mehbubmhb had the most liked content!
Community Reputation
75 ExcellentAbout mehbubmhb
-
Rank
Forex in the blood
- Birthday শনিবার 03 আগ 1996
Contact Methods
-
Skype
mehbubmhb
Profile Information
-
Gender
Male
-
লোকেশন
Comilla
-
Interests
Price Action Trading
Recent Profile Visitors
3,726 profile views
-
গত কয়েক বছর যাবত মোবাইল ফোন দিয়ে ফরেক্স ট্রেডিং বাংলাদেশ সহ বিশ্বে সব জায়গায় জনপ্রিয়তা পাচ্ছে, এর অন্যতম কারন মানুষের ব্যস্ততা এবং মোবাইলে সহজে ট্রেডিং সুবিধা, আর এখন তো অনেক চার্টিং প্রোভাইডাররা মোবাইলের জন্য তাদের সফটওয়্যার রিলিজ করছে। সুতরাং বুজতেই পারছেন মোবাইল ফোন ট্রেডিং কে কতটা গুরত্তের সাথে দেখা হচ্ছে । অনেকেই মোবাইল ফোন মোবাইল ফোন দিয়ে ট্রেড করা কি ভাল না খারাপ, কতটকু নিরাপদ এইগুলি চিন্তা করে থাকে তো মোবাইল ফোনে ট্রেডিং ভাল না খারাপ সে তর্কে না গিয়ে চলুন মোবাইল ফোন ট্রেডিং সম্পর্কে আলোচনা করা যাক। একটি সমীক্ষায় দেখা গেছে গত কয়েক বছর যাবত মোবাইল ফোন ট্রেডিং এর পরিমান দিন দিন বাড়ছে, এবং মানুষ এটি নিরাপদ-বাস্তবসম্মত এবং কার্যকর মনে করছে যার কারনে এর গ্রহনযোগ্যতা ও বাড়ছে। তো কেমন মানের মোবাইল (স্মার্টফোন) ট্রেডিং এর জন্য আদর্শ ? আমরা প্রথমেই দেখতে হবে আমরা যে মোবাইল দিয়ে ট্রেডিং করতে চাই তার স্ক্রিন সাইজ, ব্যটারী লাইফ, অপারেটিং সিস্টেম কেমন, আপনি যদি ছোট স্ক্রিন সাইজের মোবাইলে ট্রেড করতে চান তাহলে চার্ট এর সাইজ স্বাভাবিক ভাবেই ছোট হবে, এতে করে আপনার চার্ট এনালাইসিস করতে একটু সমস্যা হতে পারে, তাই ৫ থেকে ৬.৫” ইঞ্চি স্ক্রিন সাইজের যেকোন মোবাইল ই ট্রেডিং এর জন্য ভাল বলা যায়, আবার দেখা গেল আপনার মোবাইলে ব্যটারী ভাল ব্যাকআপ দিতে না পারলে জরুরী মুহুর্তে আপনি ট্রেড অপারেট করতে সমস্যার স্মমুখিন হতে পারেন, আরেকটি ব্যপার হল অপারেটিং সিস্টেম , এখনকার সময়ে বাজারে প্রচলিত দুটি আপারেটিং সিস্টেম এন্ডয়েড – আই ও এস এ নির্বিগ্নে ট্রেডিং করা যায়। সুতরা বলা যায় এখনকার সময়ে বাজারে প্রচলিত যেকোন স্মার্টফোন দিয়েই আপনি ট্রেডিং করতে পারবেন, তবে এইগুলি ছাড়া ও আপনার মোবাইলে সর্বক্ষন ইন্টারনেট কানেকশান থাকা আবশ্যক । তো চলেন দেখে নেওয়া যাক বর্তমানে জনপ্রিয় কোন স্মার্টফোন এর স্ক্রিন সাইজ ও ব্যটারী লাইফ কেমন । Smartphone Screen Size Battery Life iPhone 8 4.7″ 09h 54m Google Pixel 5.0″ 08h 16m Google Pixel XL 5.5″ 10h 34m Asus ZenFone 3 Zoom 5.5″ 16h 49m iPhone 8 plus 5.5″ 11h 16m OnePlus 5 5.5″ 13h 06m LG G6 5.7″ 08h 39m iPhone X 5.8″ Unknown Galaxy s8 5.8″ 10h 39m Huawei Mate 9 5.9″ 12h 06m Galaxy s8 plus 6.2″ 11h 04m Galaxy Note 8 6.3″ 11h 11m তবে আরেকটি ব্যপার হল আপনি ইচ্ছা কররে ট্যব দিয়ে ও নির্বগ্নে আপনার ট্রেডিং পরিচালনা করতে পারবেন।
-
আপনি গুরুত্তপর্ন একটা বিষয়ে লিখাটা লিখেছেন, কিন্তু একটা ব্যপার পরিস্কার হওয়া দরকার , তা হল সবসময় ঠিক ১ঃ২ রেশিও কাজ নাও করতে পারে, যেমন আপনি একটা ট্রেড ওপেন করলেন যার রিস্ক লেভেল এর চাইতে রিওয়ার্ড লেভেল ১ঃ১.৫ অর্থাৎ আপনি এমন কোন সাপোর্ট / রেসিস্ট্যন্স লেভেল পেলেন যেখান থেকে ১.৫ রেশিও তে মার্কেট থেকে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি ১ঃ২ এর জন্য অপেক্ষা করেন তাহলে দেখা যাবে আপনি হয়ত লস করে বসবেন, আবার এমন ও হতে পারে আপনি এমন একটা সুযোগ পেলেন যে আপনি কোন একটা ট্রেড থেকে ১ঃ৫ রেশিও তে লাভ করতে পারবেন কিনতু আপনি ১ঃ২ রেশিও তে লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভাল সুযোগ ও মিস করে ফেলবেন তাই প্রত্যেক বার ১ঃ২ রেশিও তে ট্রেড করতে হবে ব্যপারটা তা না, ট্রেডিং হল আপনার সকল ট্রেড এর ফলাফল, এখানে কোন ট্রেড এ আপনি লাভ করবেন কোনটাতে আপনি লস করবেন, আবার মার্কেট এর অবস্থার ওপর নির্ভর করে ব্রেক ইভেন ও হবে, তবে হা লাভ জনক দীর্ঘস্থায়ী ট্রেড এর জন্য ১ঃ২ রেশিও ফলো করার জন্য বলা হয়, কিন্তু প্রফেশনাল ট্রেডারগন মার্কেট এর অবস্থার ওপর নির্ভর করে ট্রেড করে, এবং অনেক বিখ্যাত ট্রেডার এর মতে মার্কেট এর অবস্থার ওপর নির্ভর করে ফ্লেক্সিবল ভাবে ট্রেড করার পরামর্শ দিয়ে থাকেন।
-
আপনি যেদিকে ট্রেড এন্ট্রি নেন মার্কেট কি তার বিপরিত দিকে যায়?
mehbubmhb replied to WildCat's topic in সাধারণ ট্রেডিং আলোচনা
উল্টো ট্রেড করার স্ট্র্যটেজি শুনতে ভাল লাগে কিন্তু আপনি বাস্তবে ট্রেড করার ক্ষেত্রে ভাল রেজাল্ট নাও পেতে পারেন। কারন লং রান ট্রেডিং এর ক্ষেত্রে আপনি একটা পরিবর্তন এর মধ্যে দিয়ে যাবেন , এতে করে আপনার মাইন্ড সেট, স্ট্র্যটেজি, মার্কেট এর ব্যপারে আপনার ধারনা চেঞ্জ হবে। সাকসেসফুল লং টার্ম ট্রেডিং এ আপনি কতটা ডিসিপ্লিন, আপনার মানি ম্যনেজমেন্ট, রিস্ক-রিওয়ার্ড , সবকিছুর উপর আপনার ট্রেডিং আউটকাম নির্ভর করব। -
(বি: দ্র: এটি কোন স্ট্রাটেজি নয়, শুধু আমার মনের দুষ্টমি টা শেয়ার করলাম) আপনি এত দুষ্ট কেন ???????
-
Currency Correlation er jonno: http://fxtrade.oanda.com/analysis/currency-correlation Currency Strength er jonno: http://fxtrade.oanda.com/analysis/currency-heatmapEi 2 ta site follow korte paren
-
'ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড' কথাটা তখনই যুক্তিসংগত যখন আপনি ট্রেন্ড এর সাথে সাথে মার্কেট এর গুরুত্তপুর্ন লেভেল গুলি চিহ্নিত করতে পারবেন এবং আপনার এন্ট্রি করার স্ট্রেটেজি সমন্বয় করবেন।
-
বড় ক্যন্ডেল এর পর রিভার্স করার কারন কি???
mehbubmhb replied to mehbubmhb's question in প্রশ্ন এবং উত্তর
Thanks, Nasim Vai. -
অনেক সময় দেখা যায় এভারেজ এর চেয়ে বড় কোন ক্যন্ডেল তৈরি হওয়ার পর মার্কেট সাময়িক বা বেশী সময়ের জন্য রিভার্স করে, যেখানে উল্টা হওয়ার কথা!!! এর কারন কি কারো জানা আছে???
-
kissu jani na started following mehbubmhb
-
mehbubmhb started following kissu jani na
-
MEGAMIND ভাই একটু এইদিকে আসুন একটু উপকার করে যান
mehbubmhb replied to kissu jani na's topic in এক্সপার্ট এডভাইসর
আমার মতে পৃথিবীর কোন সিস্টেম ই খারাপ না, কথা হল আপনি কিভাবে কাজে লাগাবেন তার উপর নির্ভর করবে আপনার সফলতা, এমএসিডি, স্তচেস্টিক এর মত সিম্পল ইন্ডিকেটর গুলি আপনি ঠিক ভাবে ইউজ করতে পারলে ও আপনি অসাধারন রেসাল্ট পাবেন। আপনি হয়ত কোন একটি সিস্টেম দিয়ে নিয়মিত প্রফিট করছেন, কিন্তু একই সিস্টেম দিয়ে অন্য একজন লস করছে, তার মানে এই না যে আপনার সিস্টেম খারাপ। অনেকেই আছে হাজারটা ট্রেডিং সিস্টেম নিয়ে ঘাটাঘাটি করে কোন রেসাল্ট না পেয়ে হতাশ হয়ে মনে করে কোন ট্রেডিং সিস্টেম দিয়ে প্রফিট করা যায় না । আবার অনেকেই সিম্পল সিস্টেম দিয়ে নিয়মিত প্রফিট করছেন, যেমন আপনি আপনার জঘন্য এমএসিডি দিয়ে করছেন !!! সুতরাং আপনি চালিয়ে যান। HAPPY TRADING................ -
MEGAMIND ভাই একটু এইদিকে আসুন একটু উপকার করে যান
mehbubmhb replied to kissu jani na's topic in এক্সপার্ট এডভাইসর
সে তো এখনো তার সিস্টেম শেয়ার করে নাই, আনালাইসিস করবো কিভাবে ??? -
MEGAMIND ভাই একটু এইদিকে আসুন একটু উপকার করে যান
mehbubmhb replied to kissu jani na's topic in এক্সপার্ট এডভাইসর
এই ইএ টা দিয়ে আকাউন্ট কিভাবে জিরো হবে ? জিরো হওয়ার পিছনে যুক্তি কি? আপনাকে তো ইএর ব্যপারে খুবই অবিজ্ঞ মনে হচ্ছে! ব্যবহার করার আগেই বুজে ফেলছেন কোন ইএ আকাউন্ট জিরো করে ফেলে!!!! -
Thanks Nasim Vai
-
Experienced Traders er kache ekta bepar bojte chacchi je, mone koren ami emon ekta trading strategy follow kori ja 1H TF e 75% Success rate e result dei, ekhon ami Jodi 1H TF er beshi jemon 4H/D1 e Ei strategy die trade kori tahole ki success rate kome jaower shomvabona thakbe, naki big TF er jonno strategy o change kora lagte pare???