ভ্যালেন্টাইন ডে বা ভালবাসা দিবস নিয়ে বিশ্বব্যাপী সমারোহের শেষ নেই। তাই বিডিপিপসেও লেগেছে ভালবাসার ছোঁয়া। ভালবাসা এবং ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে কি কোন সম্পর্ক রয়েছে? রয়েছে কোন মিল? চলুন দেখে নেয়া যাক।
আমরা কি যাকে তাকে ভালবেসে সংসার করার পরিকল্পনা করি? আপনি ছেলে হয়ে থাকলে যতগুলো মেয়েকে আপনি চেনেন, তাদের মধ্যে সবাইকে কি আপনার ভাল লাগে? ভালবাসতে ইচ্ছে হয়? অবশ্যই নয়। কেউ শুধুমাত্র ভালো হলেই আপনি কিন্তু তাকে ভালবাসবেন না। প্রতিটি মানুষেরই নিজের কিছু প্রত্যাশা আছে চাওয়া-পাওয়া আছে এবং মনের মানুষটিরও অবশ্যই আপনার সাথে কিছু বিষয় মিল থাকতে হবে। তেমনিভাবে সব ট্রেডিং কারেন্সি এবং কারেন্সি পেয়ারও কিন্তু এক নয়। এক মানুষের ভেতরে যেমন আপনি সব কিছু পাবেন না, তেমনি একটি কারেন্সির মধ্যেও আপনি সব কিছু পাবেন না। ইউরোর বেশ ভালো স্ট্যাবিলিটি আছে, কিন্তু পাউন্ড এর মত এত দ্রুত ইউরো মুভ করে না। আবার অস্ট্রেলিয়ান ডলার এর নিউজ ট্রেড করা যেমন তুলনামূলক বেশ সহজ, ইউরো নিউজগুলো ট্রেড করা কিন্তু ততটা সহজ নয়। তাই পছন্দের মানুষের মতো পছন্দের কারেন্সিটিকে খুঁজে পেতে হলে আপনাকে প্রথমে ভালো করে বুঝতে হবে আপনি আসলে তার মধ্যে কি চান। যেমন, নিউজ ট্রেড প্রেমীদের অস্ট্রেলিয়ান ডলার বা জাপানিজ ইয়েন বেশি পছন্দের হবে, আর সাধারণ ট্রেডারদের জন্য হয়তোবা ইউরোর পেয়ারগুলো বেশি পছন্দ হবে। আপনি হয়তো ভদ্র, নম্র, লাজুক, লক্ষ্মী মেয়ে পছন্দ করেন, আর বিয়ে করলেন ঝগড়াটে, উশৃঙ্খল কোন মেয়েকে, তাহলে যেমন সংসারে ঝড় উঠবে, তেমনি আপনি যদি স্ট্যাবল কারেন্সি ট্রেড করতে পছন্দ করেন বা অভ্যস্ত হন, আর ট্রেড করতে যান বিটকয়েনের মত পাগলাটে কোন আইটেম নিয়ে, তবে তো লালবাতি জলবেই।
ফরেক্স আর ভালোবাসার মাঝে আরেকটি বিষয়ে বেশ ভালো মিল আছে। আর সেটি হচ্ছে ইমোশন। ভালোবাসার শুরুই ইমোশন থেকে, কিন্তু অতিরিক্ত ইমোশন মোটেই ভালো না। বেশি ইমোশনাল হয়ে প্রেমিকার জন্য আত্মহত্যার নজির যেমন আছে, তেমনি এর কারণে অহরহ ব্রেকআপ ও হয়। অধিকাংশ মানুষও ফরেক্স ট্রেডিংয়ের শুরুতে খুব বেশি ইমোশনাল থাকে। ভালোবাসার শুরুতে যেমন ভালোবাসার মানুষটিকে না দেখে থাকা যায় না, তেমনি নতুন ট্রেডাররাও শুরুর দিকে ট্রেড না করে মোটেই থাকতে পারে না। আর এর ফলে ট্রেডে ভুলও হয় বেশি। আবার ভালোবাসার মানুষটিকে যেমন আমরা মোটেও হারাতে চাই না, হারানোর মতো পরিস্থিতি শুরু হলেই পাগল হয়ে যাই, তেমনি নতুন ট্রেডাররাও ট্রেডে মোটেই হারতে চায় না শুধুই জিততে চায়। তাই ইমোশন কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, আর ট্রেডের ক্ষেত্রেই হোক।
ভালোবাসায় ব্রেকআপ কিন্তু হয় অহরহ। ব্রেকআপগুলো কিন্তু বেশীরভাগ সময় ঘটে নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে। কেউ আমরা কম্প্রমাইজ করতে চাই না, সবসময় জিততে চাই। কিন্তু একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে অনেক সময় অনেক বিষয়ই স্যাক্রিফাইস করতে হয়। অনেক কিছু মেনে নিতে হয়। তাহলেই সব মিলিয়ে সম্পর্ক হয়ে ওঠে আরও সুন্দর। ঠিক তেমনি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা ট্রেডিংয়ের সময় অনেক ভুল সিদ্ধান্ত নেই। লাভ-লস মিলিয়েই ট্রেড করতে হবে তা মানতে চাই না। মার্কেট, ট্রেডিং স্ট্রাটেজি আর মানি ম্যানেজমেন্টের সাথে ঝগড়া করি। সবশেষে লস করে অ্যাকাউন্ট জিরো করে ফরেক্স ট্রেডিংয়ের সাথে ব্রেকআপ করতে হয়। সম্পর্কের মত ধৈর্য নিয়ে ছোট ছোট ভুল এবং লস মেনে নিয়ে কম্প্রোমাইজ করলে, পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরাতে পারলে আমরা আরও ভাল ট্রেড করতে পারবো।
এবার ফরেক্স ট্রেডারদের জন্য ভ্যালেন্টাইন ডের জন্য ২টি টিপসঃ
উপহারঃ ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দেয়া এক ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। এই দিনে বিশেষ কোন উপহার না দিলে অগ্নিচক্ষু দেখতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ফরেক্স ট্রেডাররা তাই প্রিয়জনকে উপহার দেয়ার জন্য তাদের কিছু ট্রেড উৎসর্গ করতে পারেন। অর্থাৎ নির্দিষ্ট কিছু ট্রেডে যা লাভ হবে তা দিয়ে প্রিয়জনকে উপহার দিবেন তার পরিকল্পনা নিতে পারেন। তবে সেসব ট্রেডে যদি উল্টো লস করে বসেন, তবে উভয় পক্ষ থেকেই যে কপালে শনি থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।
ভ্যালেন্টাইন ডে তে কম অথবা ট্রেড না করাঃ ভালবাসার জন্য যদিও আলাদা কোন দিনের প্রয়োজন নেই, প্রতিদিনই ভালবাসা দিবস। কিন্তু প্রতিটি দিন তো আর স্পেশাল ভাবে পালনের সুযোগ নেই। যেহুতু আলাদা একটি দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই এই দিনে ফরেক্স ট্রেডাররা কম্পিউটারের মনিটরের সামনে বসে না থেকে প্রিয়জনকে অতিরিক্ত সময় দিতে পারেন। এই দিন ট্রেড কম বা না করাই ভাল। প্রিয় মানুষকে সময় দিলে মন উৎফুল্ল হবে এবং পরবর্তী দিন থেকে আরও ভাল ভাবে ট্রেড করার অনুপ্রেরণা আসবে।
পরিশেষে, ভালবাসা দিবস কিন্তু সবার জন্য। শুধুমাত্র প্রেমিকা বা জীবনসঙ্গীর জন্য নয়, ভালবাসা দিবস বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয়, প্রতিবেশী সবার জন্য। তাই প্রেমিকা নেই বলে ভালবাসা দিবসকে অবহেলা করার কিছু নেই। চলুন আমরা ভালবাসা ছড়িয়ে দেই সবার জন্য। পাশাপাশি বিডিপিপসের জন্যেও একটু বেশি বেশি ভালবাসা বরাদ্দ থাকবে এই কামনা করি। সকলের জন্য ভালবাসা রইলো।